নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দেয়নি যে ২২টি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ২২: ১৮
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২২: ৩২

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২০টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের (জানুয়ারি-ডিসেম্বর) বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। নিবন্ধিত বাকি ২২টি দল হিসাব জমা দেয়নি। 

হিসাব জমা না দেওয়া দলের মধ্যে ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ, আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি রয়েছে। 

হিসাব জমা দেওয়ার জন্য তারা আরও সময় চেয়ে ইসিতে আবেদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

রাজনৈতিক দলগুলোর ২০২২ সালের আর্থিক লেনদেনের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার (৩১ জুলাই)। 

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২২টি দল নির্ধারিত সময়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। তারা সবাই হিসাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছে। আমরা এই বিষয়ে কমিশনে নথি উপস্থাপন করব। কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে।’ 

ইসিতে যে ২২টি দল হিসাব জমা দেয়নি সেগুলো হলো বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ। 

নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি চাইলে সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে। 

বর্তমানে ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত