নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঈদের ছুট শেষে এখনও পর্যন্ত পৌনে এক কোটি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মন্ত্রী লিখেছেন, 'গত ১৫ মে থেকে ২২ মে (৮ দিন) পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৭১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। ঈদের ছুটির পর এখনও ফিরতে বাকি আছে প্রায় ৩০ লাখ। তারা বাড়ি থেকে কী নিয়ে ফিরছেন আস্তে আস্তে সব জানা যাবে। ঈদের আগে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী। তাদের বড় অংশই ফিরেছে। অপরদিকে করোনায় মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে। আমার ধারণা, যারা ঢাকার বাইরে গেছেন, তারা ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবেন। শিগগিরই বোঝা যাবে তারা কী নিয়ে এলেন।’
মন্ত্রীর পোস্ট থেকে জানা যায়, গত ৮ দিনে রাজধানীতে ফিরেছেন ৭০ লাখ ৮০ হাজার ৭৫১ জন মোবাইল ফোন ব্যবহারকারী। এরইমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ ৪৯ হাজার ৯৯৬, বাংলালিংকের ২০ লাখ ৯২ হাজার ৮৬৫ জন, রবির ১২ লাখ ৬৭ হাজার ৯৩৪ জন ও টেলিটকের ৩ লাখ ৬৯ হাজার ৯৫৩ জন ব্যবহারকারী রয়েছেন।
ব্যবহারকারীরা সবাই নির্দিষ্ট সিম এর ভোক্তা বলে জানা গেছে। একাধিক সিম ব্যবহারকারীকে একটি সিমের ব্যবহারকারী হিসেবে সংখ্যা ধরা হয়েছে। সিম ব্যবহারকারীর সঙ্গে যারা ছিলেন, তারা এই হিসাবের অন্তর্ভুক্ত হননি। সে অনুযায়ী ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বেশি।
ঢাকা: ঈদের ছুট শেষে এখনও পর্যন্ত পৌনে এক কোটি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
মন্ত্রী লিখেছেন, 'গত ১৫ মে থেকে ২২ মে (৮ দিন) পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৭১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। ঈদের ছুটির পর এখনও ফিরতে বাকি আছে প্রায় ৩০ লাখ। তারা বাড়ি থেকে কী নিয়ে ফিরছেন আস্তে আস্তে সব জানা যাবে। ঈদের আগে রাজধানী ছেড়েছেন এক কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী। তাদের বড় অংশই ফিরেছে। অপরদিকে করোনায় মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে। আমার ধারণা, যারা ঢাকার বাইরে গেছেন, তারা ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবেন। শিগগিরই বোঝা যাবে তারা কী নিয়ে এলেন।’
মন্ত্রীর পোস্ট থেকে জানা যায়, গত ৮ দিনে রাজধানীতে ফিরেছেন ৭০ লাখ ৮০ হাজার ৭৫১ জন মোবাইল ফোন ব্যবহারকারী। এরইমধ্যে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ ৪৯ হাজার ৯৯৬, বাংলালিংকের ২০ লাখ ৯২ হাজার ৮৬৫ জন, রবির ১২ লাখ ৬৭ হাজার ৯৩৪ জন ও টেলিটকের ৩ লাখ ৬৯ হাজার ৯৫৩ জন ব্যবহারকারী রয়েছেন।
ব্যবহারকারীরা সবাই নির্দিষ্ট সিম এর ভোক্তা বলে জানা গেছে। একাধিক সিম ব্যবহারকারীকে একটি সিমের ব্যবহারকারী হিসেবে সংখ্যা ধরা হয়েছে। সিম ব্যবহারকারীর সঙ্গে যারা ছিলেন, তারা এই হিসাবের অন্তর্ভুক্ত হননি। সে অনুযায়ী ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বেশি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ অব্যাহত রয়েছে। অথচ ভারতের নিজ ভূখণ্ডে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটে চলা অসংখ্য নির্মম ঘটনা নিয়ে তাদের কোনো লজ্জা বা অনুশোচনা দেখা যায় না। ভারতের এই দ্বিচারিতা অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর।
৪০ মিনিট আগেচলমান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক, শ্রমিক, ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সহযোগিতার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘আমরা মনে হয় সবাই দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছি। মালিকপক্ষ ন্যায্য বেতন–ভাতাদি পরিশোধে সব ক্ষেত্রে শ্রমিকদের হিউমিলিয়েট করে
১ ঘণ্টা আগেপলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ জাতীয় ব্যাগের ব্যবহার বন্ধে সবাইকে সরকারের নির্দেশনা মানতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। মনিটরিং অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বেশি নিরাপত্তা দিচ্ছে। যদিও জরিপের ফলাফলে মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে ধারণায় কিছু পার্থক্য দেখা গেছে।
৫ ঘণ্টা আগে