নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৃজনশীল কাজে উৎসাহ দিতে ৩২ জন সরকারি কর্মকর্তা এবং তিনটি প্রতিষ্ঠানকে ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ীদের হাতে পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জাতীয় পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে ২০২১ সালের পদক পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিয়াউর রহমান। মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করে এই পদক পান তিনি।
ইউনেস্কে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণে প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য দলগত শ্রেণিতে পদক পেয়েছেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন ও তাঁর দল।
ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে পদক পেয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিন সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প। সরকারি সহায়তা ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি চালু করে ব্যক্তিগত শ্রেণিতে পদক পেয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
ডিজিটাল পদ্ধতিতে কোম্পানি নিবন্ধনের কাজের জন্য দলগত শ্রেণিতে যৌথ মূলধন কোম্পানি বা ফার্মসমূহের পরিদপ্তরের তৎকালীন নিবন্ধক (বর্তমানে তথ্য ও সম্প্রচার সচিব) মো. মকবুল হোসেন ও তাঁর দলকে এবং পেনশন ব্যবস্থা ডিজিটালাইজেশনের জন্য অর্থ বিভাগকে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষার প্রসার ও নারী ক্ষমতায়ন সংশ্লিষ্ট উদ্যোগের জন্য ব্যক্তিগত শ্রেণিতে পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং দলগত শ্রেণিতে খুলনার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও তাঁর দল যৌনপল্লিতে জন্ম নেওয়া সমাজচ্যুত শিশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য এই পদক পেয়েছেন।
দলগত শ্রেণিতে ২০২০ সালের জনপ্রশাসন পদক পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম ও তাঁর দল। ‘মাতৃ মৃত্যুমুক্ত কাপাসিয়া মডেল’ এর উদ্ভাবক হিসেবে তাঁদের এই পদক দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে ২০২০ সালের পদক পেয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও পুনর্বাসনের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়। এ ছাড়া পিপিপি অনুসরণ করে আধুনিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম ও মিনি লাইব্রেরি স্থাপনের জন্য দলগত শ্রেণিতে পদক পেয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ ও তাঁর দল।
টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার ডিসি) মো. শহীদুল ইসলাম ও তাঁর দলকে টাঙ্গাইলে বধ্যভূমি সংস্কার ও নবরূপে স্মৃতিসৌধ নির্মাণের জন্য ২০২০ সালের জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আমার গ্রাম, আমার শহর’ স্লোগান বাস্তবায়নে ‘মনাই ত্রিপুরা পাড়া মডেল’ এর জন্য প্রাতিষ্ঠানিক শ্রেণিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়কে ২০২০ সালের পদক দেওয়া হয়েছে।
জাতীয় ও ব্যক্তিগত পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের স্বর্ণপদক, সার্টিফিকেট ও এক লাখ টাকা কেরে দেওয়া হয়। দলগত অবদানের জন্য স্বর্ণপদক, সম্মাননাপত্রের সঙ্গে নগদ ৫ লাখ টাকা দেওয়া হয়। আর জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের জন্য ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগতভাবে অবদানের জন্য সম্মাননাপত্র ও সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হয়।
প্রতি বছর ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে জনপ্রশাসন পদক দেয় সরকার। করোনা মহামারি ও কোরবানির ঈদের ছুটির জন্য এবার দেরিতে এই পদক বিতরণ করা হলো। ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দিচ্ছে সরকার।
সৃজনশীল কাজে উৎসাহ দিতে ৩২ জন সরকারি কর্মকর্তা এবং তিনটি প্রতিষ্ঠানকে ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজয়ীদের হাতে পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জাতীয় পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে ২০২১ সালের পদক পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিয়াউর রহমান। মোটরযানের ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করে এই পদক পান তিনি।
ইউনেস্কে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণে প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য দলগত শ্রেণিতে পদক পেয়েছেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন ও তাঁর দল।
ঢাকাই মসলিন পুনরুদ্ধার করে পদক পেয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিন সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্প। সরকারি সহায়তা ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি চালু করে ব্যক্তিগত শ্রেণিতে পদক পেয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
ডিজিটাল পদ্ধতিতে কোম্পানি নিবন্ধনের কাজের জন্য দলগত শ্রেণিতে যৌথ মূলধন কোম্পানি বা ফার্মসমূহের পরিদপ্তরের তৎকালীন নিবন্ধক (বর্তমানে তথ্য ও সম্প্রচার সচিব) মো. মকবুল হোসেন ও তাঁর দলকে এবং পেনশন ব্যবস্থা ডিজিটালাইজেশনের জন্য অর্থ বিভাগকে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষার প্রসার ও নারী ক্ষমতায়ন সংশ্লিষ্ট উদ্যোগের জন্য ব্যক্তিগত শ্রেণিতে পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং দলগত শ্রেণিতে খুলনার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও তাঁর দল যৌনপল্লিতে জন্ম নেওয়া সমাজচ্যুত শিশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য এই পদক পেয়েছেন।
দলগত শ্রেণিতে ২০২০ সালের জনপ্রশাসন পদক পেয়েছেন গাজীপুরের কাপাসিয়ার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম ও তাঁর দল। ‘মাতৃ মৃত্যুমুক্ত কাপাসিয়া মডেল’ এর উদ্ভাবক হিসেবে তাঁদের এই পদক দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে ২০২০ সালের পদক পেয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও পুনর্বাসনের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়। এ ছাড়া পিপিপি অনুসরণ করে আধুনিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম ও মিনি লাইব্রেরি স্থাপনের জন্য দলগত শ্রেণিতে পদক পেয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ ও তাঁর দল।
টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার ডিসি) মো. শহীদুল ইসলাম ও তাঁর দলকে টাঙ্গাইলে বধ্যভূমি সংস্কার ও নবরূপে স্মৃতিসৌধ নির্মাণের জন্য ২০২০ সালের জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আমার গ্রাম, আমার শহর’ স্লোগান বাস্তবায়নে ‘মনাই ত্রিপুরা পাড়া মডেল’ এর জন্য প্রাতিষ্ঠানিক শ্রেণিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়কে ২০২০ সালের পদক দেওয়া হয়েছে।
জাতীয় ও ব্যক্তিগত পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের স্বর্ণপদক, সার্টিফিকেট ও এক লাখ টাকা কেরে দেওয়া হয়। দলগত অবদানের জন্য স্বর্ণপদক, সম্মাননাপত্রের সঙ্গে নগদ ৫ লাখ টাকা দেওয়া হয়। আর জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের জন্য ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগতভাবে অবদানের জন্য সম্মাননাপত্র ও সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হয়।
প্রতি বছর ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে জনপ্রশাসন পদক দেয় সরকার। করোনা মহামারি ও কোরবানির ঈদের ছুটির জন্য এবার দেরিতে এই পদক বিতরণ করা হলো। ২০১৬ সাল থেকে জনপ্রশাসন পদক দিচ্ছে সরকার।
গত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
৪ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১৫ ঘণ্টা আগে