অনলাইন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট দিতে বিরত থাকায় বাংলাদেশকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন এই তথ্য নিশ্চিত করেছেন। লিথুয়ানিয়ার সংবাদমাধ্যম এলআরটি-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লিথুয়ানিয়া সরকার বাংলাদেশকে ৪ লাখ ৪৪ হাজার ৬ শ ডোজ ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি।
গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া দুই দিনের বেশি বিতর্কের পর, ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার জন্য অভিযুক্ত করেন। এতে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু বাংলাদেশসহ ৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বিরত থাকে। এ ছাড়া ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ ও রাশিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক বাহিনীকে সতর্ক করার সিদ্ধান্তের নিন্দা জানায়। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে সমর্থন দেয়।
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট দিতে বিরত থাকায় বাংলাদেশকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন এই তথ্য নিশ্চিত করেছেন। লিথুয়ানিয়ার সংবাদমাধ্যম এলআরটি-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লিথুয়ানিয়া সরকার বাংলাদেশকে ৪ লাখ ৪৪ হাজার ৬ শ ডোজ ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি।
গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া দুই দিনের বেশি বিতর্কের পর, ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার জন্য অভিযুক্ত করেন। এতে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু বাংলাদেশসহ ৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বিরত থাকে। এ ছাড়া ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ ও রাশিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক বাহিনীকে সতর্ক করার সিদ্ধান্তের নিন্দা জানায়। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে সমর্থন দেয়।
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
২ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
৪ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
৪ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫ ঘণ্টা আগে