নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে চলে গেলে ঠিকই আরেকজন উপাচার্য আসবেন। কিন্তু শিক্ষার্থীরা যে দাবির জন্য প্রথমে আন্দোলন শুরু করেছে, আমরা সেগুলো সমাধান করব। পাশাপাশি কয়েক দফা দাবি কেন এক দফায় পরিণত হলো, তাও খতিয়ে দেখা হবে।’
আজ বুধবার রাতে শাবিপ্রবির বিষয়ে শিক্ষামন্ত্রী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনে পুলিশি অ্যাকশনে অনেকেই আহত হয়েছে। পরে আন্দোলনটি কয়েক দফা থেকে ‘উপাচার্যের পদত্যাগ’ এই এক দফায় পরিণত হয়। সকালে ড. জাফর ইকবাল অনশন বন্ধ করেছেন। সে জন্য আমি ড. জাফর ইকবালকে ধন্যবাদ জানাই।’
দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছে, সে সমস্যা সমাধান করব। ছাত্র আন্দোলনে অনেক ভাঙচুর হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তবে যে কারণে কয়েকটি দফার আন্দোলন এক দফায় হয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তবে সেখানে যে সমস্যাগুলোর জন্য আন্দোলন হয়েছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের এই সব সমস্যা থাকেই।’
শিক্ষার্থীদের মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের একাডেমিক জীবনে এর কোন প্রভাব না থাকে আমরা সেটা নিশ্চিত করব। মামলা তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন উপাচার্য থাকবে কি থাকবে না সেটা সমস্যার সমাধান না। ঠিকই আরেকজন উপাচার্য থাকবেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীদের যত সমস্যা সেগুলো সমাধান করব। উপাচার্যের পদত্যাগের বিষয়টি অন্য প্রক্রিয়া।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে চলে গেলে ঠিকই আরেকজন উপাচার্য আসবেন। কিন্তু শিক্ষার্থীরা যে দাবির জন্য প্রথমে আন্দোলন শুরু করেছে, আমরা সেগুলো সমাধান করব। পাশাপাশি কয়েক দফা দাবি কেন এক দফায় পরিণত হলো, তাও খতিয়ে দেখা হবে।’
আজ বুধবার রাতে শাবিপ্রবির বিষয়ে শিক্ষামন্ত্রী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনে পুলিশি অ্যাকশনে অনেকেই আহত হয়েছে। পরে আন্দোলনটি কয়েক দফা থেকে ‘উপাচার্যের পদত্যাগ’ এই এক দফায় পরিণত হয়। সকালে ড. জাফর ইকবাল অনশন বন্ধ করেছেন। সে জন্য আমি ড. জাফর ইকবালকে ধন্যবাদ জানাই।’
দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছে, সে সমস্যা সমাধান করব। ছাত্র আন্দোলনে অনেক ভাঙচুর হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তবে যে কারণে কয়েকটি দফার আন্দোলন এক দফায় হয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তবে সেখানে যে সমস্যাগুলোর জন্য আন্দোলন হয়েছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের এই সব সমস্যা থাকেই।’
শিক্ষার্থীদের মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের একাডেমিক জীবনে এর কোন প্রভাব না থাকে আমরা সেটা নিশ্চিত করব। মামলা তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন উপাচার্য থাকবে কি থাকবে না সেটা সমস্যার সমাধান না। ঠিকই আরেকজন উপাচার্য থাকবেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীদের যত সমস্যা সেগুলো সমাধান করব। উপাচার্যের পদত্যাগের বিষয়টি অন্য প্রক্রিয়া।’
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
৩ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
৫ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
৫ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫ ঘণ্টা আগে