ঝুঁকি না নিয়ে প্রয়োজনে লকডাউন দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৬: ৪০

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন চাইলেই লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলে দিয়েছি। তাঁরা স্থানীয়ভাবে বসে যদি মনে করেন কোথাও সংক্রমণ বেশি হচ্ছে, ইনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন- যেটাতে তাঁরা কমফোর্ট ফিল করবেন (সুবিধা মনে করবেন) সেভাবে করবেন, স্থানীয়ভাবে লক করে দিতে পারবেন। কারণ পুরো দেশে আর একভাবে স্প্রেড করছে না। (করোনা সংক্রমণ) নর্থবেঙ্গল, দিনাজপুরে বাড়ছে, যশোরের দিকে কমে আসছে, চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে।

করোনা নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি–না, সাংবাদিকদের এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনসহ সবাইকে অথোরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন– কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যাঁরা কমফোর্টেবল মনে করবেন তাঁরা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেন।

আগামী ১৬ জুন পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি–না, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে এখনো আলোচনা নেই। আরও দুই দিন সময় আছে, দেখা যাক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত