নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাইকারি বাজারে পণ্যের দাম কমে এলেও খুচরা বাজারে এখনো নিয়ন্ত্রণে আসেনি। রমজানের প্রথম দিনে বাজার মনিটর করতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা সব দোকানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন। কেউ মূল্যতালিকা না টানালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাংসের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। ইতিমধ্যে রমজান উপলক্ষে ওই মন্ত্রণালয়ের অধীনে মাছ-মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয় নিয়ে এই সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। চাঁদাবাজি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির গাড়ি থেকে ২৫০ জন পণ্য নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে দাঁড়িয়ে থাকা ২০-২৫ জন নিতে পারেননি। যাঁরা পেলেন না, মিডিয়ায় তাঁদের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করা হয় না। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করার অনুরোধ করেন মন্ত্রী।
বাজার তদারকির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাইকারি বাজারে পণ্যের দাম কমে এলেও খুচরা বাজারে এখনো নিয়ন্ত্রণে আসেনি। রমজানের প্রথম দিনে বাজার মনিটর করতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী পাইকারি ও খুচরা সব দোকানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন। কেউ মূল্যতালিকা না টানালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ করে মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাংসের বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেখে থাকে। ইতিমধ্যে রমজান উপলক্ষে ওই মন্ত্রণালয়ের অধীনে মাছ-মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয় নিয়ে এই সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে। সেখানে বিষয়টি উত্থাপন করা হবে। চাঁদাবাজি বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির গাড়ি থেকে ২৫০ জন পণ্য নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে দাঁড়িয়ে থাকা ২০-২৫ জন নিতে পারেননি। যাঁরা পেলেন না, মিডিয়ায় তাঁদের বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করা হয় না। যাঁরা পণ্য পেলেন, তাঁদের বিষয়টি প্রচার করার অনুরোধ করেন মন্ত্রী।
বাজার তদারকির সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগে সংস্কার করে পরে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি। সংস্কার কমিটির ভাবনায় রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেম চালু করা। সংস্কার কমিটি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ এসেছে। শনিবার আগারগাঁওয়ের
৬ মিনিট আগেডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে...
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দিতে ভারত বাধ্য। পানি না দেওয়ার কোনো যুক্তি নেই। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে।
২ ঘণ্টা আগেমিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
৪ ঘণ্টা আগে