নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন। পাশাপাশি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করবেন।’
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আজ সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কাদের।
আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেন বলে জানান কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ মোতাবেক তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।’
বিবৃতিতে কাদের বলেন, ‘বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সাহাবুদ্দিন তাঁর যোগ্যতা-দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমাণ উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন বলে মনে করে ওবায়দুল কাদের।
বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি বলে মনে করেন কাদের।
রাষ্ট্রপতি পদে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সফলতা প্রত্যাশা করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন। পাশাপাশি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করবেন।’
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে আজ সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কাদের।
আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেন বলে জানান কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নং আইন)-এর ধারা ৭ মোতাবেক তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।’
বিবৃতিতে কাদের বলেন, ‘বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সাহাবুদ্দিন তাঁর যোগ্যতা-দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমাণ উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক-প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন বলে মনে করে ওবায়দুল কাদের।
বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন নব নির্বাচিত রাষ্ট্রপতি বলে মনে করেন কাদের।
রাষ্ট্রপতি পদে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনে মো. সাহাবুদ্দিনের সার্বিক সফলতা প্রত্যাশা করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন কাদের।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
৮ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১২ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১ দিন আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১ দিন আগে