জিএম কাদেরের পক্ষ থেকে ‘হামলার ভয়’, নিরাপত্তা চান রাঙ্গা ও মৃধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ২০: ৩৫
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৯: ৪৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের অনুসারীদের পক্ষ থেকে হামলার আশঙ্কা তুলে ধরে নিরাপত্তা চেয়েছেন তাঁর বহিষ্কার করা দুই নেতা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান মশিউর রহমান রাঙ্গাঁ ও জিয়াউল হক মৃধা।

জিয়াউল হক মৃধা সাংবাদিকদের বলেন, ‘জিএম কাদেরের ইন্ধনে’ তাঁর অনুসারীরা আদালতের আদেশ অমান্য করে রাজপথে অবস্থান নিয়েছে। যারা আদালত মানে না, তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। 

‘কাদেরের সমর্থিত নেতা কর্মীরা আমাদের ওপর যেকোনো সময় হামলা করতে পারে। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আমরা নিরাপত্তা চাই।’

গত ১৪ সেপ্টেম্বর জাপার সব পদ-পদবি থেকে রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ১৭ সেপ্টেম্বর চেয়ারম্যানের উপদেষ্টা মৃধাকে বহিস্কার করা হয়। এরপর ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণা করে মামলা করেন মৃধা। ওই মামলায় গত ৩১ অক্টোবর দলীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কাদেরের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। সেটা প্রত্যাহারে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়।

জিএম কাদেরের সমর্থকদের বিরুদ্ধে ‘মামলা প্রত্যাহারে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগ করে মৃধা বলেন, ‘মামলা করেছি আমি এবং মশিউর রহমান রাঙ্গাঁ। তারা মামলা প্রত্যাহার করার জন্য আমাদের কাছে প্রস্তাব পাঠাতে পারতেন। তা না করে আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে দল পরিচালনায় স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে রাঙ্গাঁ বলেন, ‘তিনি যা ইচ্ছা তাই করবেন- এটা হতে পারে না। আপনাকে (জি এম কাদের) চূড়ান্ত ক্ষমতা দেওয়া মানে এই নয় যে, আপনি সেই ক্ষমতার অপব্যবহার করবেন। 

‘ক্ষমতার অপব্যবহার করেই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি অব্যাহতির সিদ্ধান্ত মেনে নিইনি। কারণ আমি অন্যায় করিনি, আমি অপরাধী নই।’

জি এম কাদেরকে সতর্ক করে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, ‘আমার এমন কিছু জানা আছে, যা বললে দল চালানো মুশকিল হবে, রাজনীতি করা কঠিন হবে তাদের জন্য। তবে আমি এসব বলতে চাইনা। আমি চাই না, জাতীয় পার্টি ভেঙে যাক। আমি যদি এই দল নাও করি, তবু চাই জাতীয় পার্টি না ভাঙুক।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত