কারামুক্ত হলেও স্বাস্থ্যগত কারণে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৮
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৫৬

কারামুক্তির পর অসুস্থতার কারণে এখনো স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বেরোনোর পর থেকে রাজধানীর গুলশানের বাসায় চিকিৎসা চলছে তাঁর। আজ শনিবার বিকেলে শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে যান তিনি।

আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘কারাবন্দী অবস্থায় মহাসচিব (মির্জা ফখরুল) অসুস্থ ছিলেন। তাঁর ওজন প্রায় ছয় কেজি কমে গেছে। এ সময় বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। আজ বিকেলে উনি বিশেষায়িত হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিন তাঁকে দেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন।’

জাহিদ হোসেন আরও বলেন, ‘এখন তাঁর শারীরিক অবস্থা ভালো। বাসায় থেকেই তাঁর চিকিৎসা চলছে। আগামী বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য তাঁকে আবার হাসপাতালে যেতে হবে।’ 

গত বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে পরবর্তীকালে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত