সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৪: ২০
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৭

এই সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, কথার বোমা মেরে সরকারকে উৎখাত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ সোমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব হারিয়ে শোকের সাগরে নিমজ্জিত। শোকের মিছিল হারানোর বেদনা থেকে হয়। ইলেকশনে হেরে গেছে, আন্দোলনে হেরে গেছে। এখন আর কিছু করার নেই। আমি বলব কালো পতাকার সঙ্গে কালো ব্যাজ ধারণ করলে ষোলোকলা পূর্ণ হবে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজবসন্ত্রাস। দেশ-বিদেশে গুজব চালাচ্ছে। সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অথচ তারা বাংলাদেশে এটাকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করছে। মনে হয় যেন সরকার কচুপাতার ওপর শিশির বিন্দু। একটু টোকা লাগলেই পড়ে যাবে। এই সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, কথার বোমা মেরে সরকারকে উৎখাত করা যাবে না 

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ। 

উপজেলা নির্বাচনের দলীয় প্রার্থিতা কি জাতীয় নির্বাচনের মতো উন্মুক্ত থাকবে, নাকি দলীয় প্রতীক ছাড়া হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা আছে। এ জরুরি বৈঠকেই জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত