বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলার ঘোষণা যুব মহিলা লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৮

আগামী দিনে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মোকাবিলা করতে মাঠে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন নেতৃত্ব। আজ শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যুব মহিলা লীগের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগের সৈনিকেরা বিগত দিনের মতো রাজপথে থেকে জামায়াত-বিএনপির নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে মোকাবিলা করবে।

আলেয়া সারোয়ার ডেইজী বলেন, দেশে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি। গ্রামে-গঞ্জে, আনাচে-কানাচে জামায়াতের মহিলা কর্মীরা বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে, আমরা নেত্রীর উন্নয়নগুলোকে সেখানে তুলে ধরবো যুব মহিলা লীগের সকল নেতা কর্মীদের নিয়ে। যুব মহিলা লীগ একটা ক্রান্তিলগ্নে জন্ম হয়েছিল আমরা তখনই শপথ করেছিলাম আমাদের নেত্রীকে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ করে দিয়ে ঘরে ফিরব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত