দুই দিনের হরতাল ডাকল জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ২১: ৪৬
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২১: ৫৮

ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির পর দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। 

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জামায়াতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম এই কর্মসূচির ঘোষণা দেন। 

বিবৃতিতে মা’ছুম বলেন, বিরোধী দল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিরোধী দলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফসিল দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। সংলাপের পথ রুদ্ধ করবে। রাজনীতিতে ঘোর অমানিশা নেমে আসবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে যেকোনো পরিস্থিতির সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত