নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষ: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ২০: ১৪

দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায় এবং মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘দেশের মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছে না। কারণ উৎসবের নির্বাচন আতঙ্কের হয়ে পড়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছে।’

আজ বুধবার দুপুরে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

জিএম কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসনের কর্তারাও নির্বাচনে নিরপেক্ষ থাকে না। আবার ক্ষমতাসীনদের পেশিশক্তির কারণে নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষ। ফলে নির্বাচনে খুব নগণ্য সংখ্যক ভোটার উপস্থিত হচ্ছে। তাই নির্বাচনে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না। এমন নির্বাচন আমরা চাই না। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশের সাধারণ মানুষ হচ্ছে দেশের মালিক। দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ তাকিয়ে আছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত