নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন বেগম খালেদা জিয়া। গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজিত ঈদ উপলক্ষে দেশের অসহায় মানুষদের ' খাদ্য সহায়তা কর্মসূচি - ২০২১' অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন।
আজ শুক্রবার ঢাকায় গণস্বাস্থ্য কেন্দ্র ঈদ উপলক্ষে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষ , মুয়াজ্জিন , হকার, শ্রমিক ও বেকার সাংবাদিক ভাইদের জন্য 'খাদ্য সহায়তা কর্মসূচি ২০২১' আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফউল্লাহ চৌধুরী বলেন ,দেশে ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি খারাপ, খাবার নাই। এর মাঝে সরকার নানান ভুল নীতি নিয়েছে। গণপরিবহন চলে না, অথচ প্রাইভেটকার চলে। মানুষের টেস্ট করে বাড়ি পাঠানো উচিত। গণস্বাস্থ্য কেন্দ্র কাজ করছে। কর্মীরা এক দিনের বেতন ডোনেট করেছে। প্রধানমন্ত্রীর প্রতি বলতে চাই, সামনে ঈদ। মহত্ত্ব দেখাতে হবে। অনেক ছাত্রকে মোদি বিরোধী আন্দোলনে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঈদের কথা বিবেচনা করে মুক্তি দেওয়া উচিৎ। এখানে ১৫ দিনের খাবার দেওয়া হচ্ছে।
প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। ওনার চিকিৎসা হলো মুক্তি। মুক্তি দিলে উনি কোথায় চিকিৎসা করবে সেটা ওনার স্বাধীনতা। আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। সেই জন্য আমি আহ্বান করছি ছাত্রদের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হোক। বিএনপিকে রাস্তায় নামতে হবে। জনগণের সমস্যা নিয়ে তাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ মানবিক দিক বিবেচনা করে জামিনে হলেও তাঁকে মুক্তি দিন। বিচার বিভাগ জামিন দেয়নি কেন জানি না। অথচ এই বিচারপতিরাই খুনিদের জামিন দিয়েছে। খালেদা জিয়া অসুস্থ। ওনার এখন মুক্তি দরকার। রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন খালেদা তিনি।
ঢাকা: রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন বেগম খালেদা জিয়া। গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজিত ঈদ উপলক্ষে দেশের অসহায় মানুষদের ' খাদ্য সহায়তা কর্মসূচি - ২০২১' অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন।
আজ শুক্রবার ঢাকায় গণস্বাস্থ্য কেন্দ্র ঈদ উপলক্ষে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষ , মুয়াজ্জিন , হকার, শ্রমিক ও বেকার সাংবাদিক ভাইদের জন্য 'খাদ্য সহায়তা কর্মসূচি ২০২১' আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফউল্লাহ চৌধুরী বলেন ,দেশে ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি খারাপ, খাবার নাই। এর মাঝে সরকার নানান ভুল নীতি নিয়েছে। গণপরিবহন চলে না, অথচ প্রাইভেটকার চলে। মানুষের টেস্ট করে বাড়ি পাঠানো উচিত। গণস্বাস্থ্য কেন্দ্র কাজ করছে। কর্মীরা এক দিনের বেতন ডোনেট করেছে। প্রধানমন্ত্রীর প্রতি বলতে চাই, সামনে ঈদ। মহত্ত্ব দেখাতে হবে। অনেক ছাত্রকে মোদি বিরোধী আন্দোলনে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঈদের কথা বিবেচনা করে মুক্তি দেওয়া উচিৎ। এখানে ১৫ দিনের খাবার দেওয়া হচ্ছে।
প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের বের হতে হবে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। ওনার চিকিৎসা হলো মুক্তি। মুক্তি দিলে উনি কোথায় চিকিৎসা করবে সেটা ওনার স্বাধীনতা। আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। সেই জন্য আমি আহ্বান করছি ছাত্রদের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হোক। বিএনপিকে রাস্তায় নামতে হবে। জনগণের সমস্যা নিয়ে তাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ মানবিক দিক বিবেচনা করে জামিনে হলেও তাঁকে মুক্তি দিন। বিচার বিভাগ জামিন দেয়নি কেন জানি না। অথচ এই বিচারপতিরাই খুনিদের জামিন দিয়েছে। খালেদা জিয়া অসুস্থ। ওনার এখন মুক্তি দরকার। রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন খালেদা তিনি।
১০ দিনের সফরে আগামীকাল শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর ঢাকায় তাঁর ফেরার কথা রয়েছে...
১ ঘণ্টা আগেসীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, নতুন নতুন ষড়যন্ত্র-চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন
১ ঘণ্টা আগেঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। যাঁরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না...
৫ ঘণ্টা আগেগণফোরামের চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘যে ছাত্ররা একসময় স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, আজ তাদেরই সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজসহ বিভিন্ন স্থানে সংঘাতে জড়াতে দেখা যাচ্ছে। এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমরা ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্য চাই এবং বিশ্বাস করি, তাদের ঐক্যবদ্ধ আন্দোলন
২১ ঘণ্টা আগে