নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্চ (অনুসন্ধান) কমিটির মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের খুঁজে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
সংলাপ শেষে বিএনপি এই সংলাপে অংশ না নেওয়া প্রসঙ্গেও কথা বলেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলে, রাষ্ট্রপতির এই সংলাপে অংশ না নিয়ে এবং অসৌজন্যমূলক মন্তব্য করে বিএনপি প্রমাণ করেছে, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় তারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।এ সময় তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেন। আলোচনার শুরুতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতি সাধুবাদ জানান জাসদের নেতারা। এরপর তারা রাষ্ট্রপতিকে তাদের মতামত জানান।
জাসদ বলছে, সংবিধানে নির্বাচন কশিমন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলের সভাপতি হাসানুল হক ইনু জানান, তারা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন,
নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ ভালো, তবে স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে সরকারকে পরামর্শ দেওয়ার অনুরোধ করেন তারা। অনুসন্ধান কমিটিতে জাসদের পক্ষ থেকে কোন নাম প্রস্তাব করা হয়নি। তবে এই কমিটিতে নারী ও শিক্ষক রাখার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মতো সাংবিধানিক পদে যারা আছেন তাদেরও এ কমিটিতে রাখা যেতে পারে বলে মতামত দিয়েছেন জাসদ নেতারা।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলার কথা রয়েছে।
সার্চ (অনুসন্ধান) কমিটির মাধ্যমে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের খুঁজে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)৷ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন জাসদ নেতারা। বুধবার বিকেল সাড়ে ৩টার পর বঙ্গভবনে যান জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।
সংলাপ শেষে বিএনপি এই সংলাপে অংশ না নেওয়া প্রসঙ্গেও কথা বলেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলে, রাষ্ট্রপতির এই সংলাপে অংশ না নিয়ে এবং অসৌজন্যমূলক মন্তব্য করে বিএনপি প্রমাণ করেছে, অতীতে নির্বাচন বানচাল করার মতোই নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকেও বানচাল করতে চায় তারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।এ সময় তারা রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাব দেন। আলোচনার শুরুতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সংলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতি সাধুবাদ জানান জাসদের নেতারা। এরপর তারা রাষ্ট্রপতিকে তাদের মতামত জানান।
জাসদ বলছে, সংবিধানে নির্বাচন কশিমন গঠনের সুনির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইন প্রণীত না হওয়াটা দুঃখজনক। এমন পরিস্থিতিতে জাসদ মনে করে, তুলনামূলক উপযুক্ত ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটি গঠনই হবে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া।
বিকেল সোয়া পাঁচটায় জাসদ নেতারা বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলের সভাপতি হাসানুল হক ইনু জানান, তারা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন,
নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ ভালো, তবে স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে সরকারকে পরামর্শ দেওয়ার অনুরোধ করেন তারা। অনুসন্ধান কমিটিতে জাসদের পক্ষ থেকে কোন নাম প্রস্তাব করা হয়নি। তবে এই কমিটিতে নারী ও শিক্ষক রাখার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মতো সাংবিধানিক পদে যারা আছেন তাদেরও এ কমিটিতে রাখা যেতে পারে বলে মতামত দিয়েছেন জাসদ নেতারা।
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয় গত সোমবার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম দিন নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নিবন্ধিত ৩৮টি দলের সঙ্গে পর্যায়ক্রমে এ আলোচনা চলার কথা রয়েছে।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
৪ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১৬ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১৮ ঘণ্টা আগে