আপাতত হরতালের পরিকল্পনা নেই, তবে জনগণ চাইলে হবে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ১৮
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৮

বিএনপির চলমান আন্দোলনের পরিকল্পনায় আপাতত হরতাল-অবরোধের কর্মসূচি দেওয়ার চিন্তা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রয়োজন পড়লে এবং জনগণ চাইলে হরতাল আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত হরতালের কোনো পরিকল্পনা নাই। ভবিষ্যতে কী হবে, তা প্রয়োজনই বলে দেবে। জনগণই বলে দেবে। জনগণ যদি বলে হরতাল, চাকা বন্ধ... তো হরতাল, চাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনে আছি। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে পদত্যাগে বাধ্য করা সম্ভব হবে।’

এ সময় বিএনপির বিপরীতে ক্ষমতাসীন দলের পাল্টা কর্মসূচি দেওয়ার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি প্রত্যাহার করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে নস্যাৎ করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। যে কারণে বিএনপির প্রত্যেকটি কর্মসূচির বিপরীতে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসের দল। আওয়ামী লীগ খুব ভালো সন্ত্রাসে। তারা সন্ত্রাস সৃষ্টি করে, অস্থিতিশীল অবস্থা তৈরি করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ প্রথম থেকেই হুমকি দিয়ে, উসকানি দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা খুব সচেতনভাবে এই সংঘাত এড়িয়ে চলছি।’

মির্জা ফখরুল বলেন, ‘সব মানুষকে সম্পৃক্ত করে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চাই। এ জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছি।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত