বুঝতে পারেন না অথবা বুঝেও না বোঝার ভান করেন: প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ মে ২০২৪, ২৩: ৩৮
আপডেট : ০২ মে ২০২৪, ১১: ৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে শুধু অতি বাম, অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সব মানুষ, যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে, এই সরকার মানুষের ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা বলেন, ‘এ দেশের অতি বাম, অতি ডান-সবাই এখন এক হয়ে গেছে, এটা কীভাবে হলো, আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কী আমাদের?’ 

প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সমস্যাটা ওই জায়গাতেই যে, আপনারা সেটা বুঝতে পারেন না অথবা বুঝেও না বোঝার ভান করেন। আপনাদের অপরাধ-আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন। জনগণের ন্যূনতম ভোটের অধিকারটুকুও আপনারা কেড়ে নিয়েছেন। এমন একটা প্রহসনে (নির্বাচনকে) পরিণত করেছেন যে, আপনারাই এটাকে বলেন ডামি নির্বাচন।’

সরকারকে হুঁশিয়ার করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি শুধু নয়, আজকে বাংলাদেশের সব গণতন্ত্রকামী মানুষ আবারও জেগে উঠছে। আমরা অতীতেও পরাজিত হয়নি। আমরা পরাজিত হব না। আমাদের যে লক্ষ্য-বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনব।’

মে দিবসের তাৎপর্য তুলে ধরে ফখরুল বলেন, ‘আমরা এমন এক সময়ে মে দিবস পালন করছি, যখন বাংলাদেশের মানুষ তাদের ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। যখন আমাদের অগণিত নেতা-কর্মী শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, আন্দোলন করতে গিয়ে কারারুদ্ধ হয়ে রয়েছেন। এই দেশের বিচারব্যবস্থা, প্রশাসন, গণমাধ্যম সবকিছুকে কুক্ষিগত করে একটা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর পাঁয়তারা চলছে।’ 

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি। আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়ে গেছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া এখনো মিথ্যা মামলায় সাজা পেয়ে কারাগারে রয়েছেন। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। আমাদের আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

ফখরুল বলেন, ‘আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের জেগে উঠতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, সব দল, মত, সংগঠন, ব্যক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্রের, শ্রমিকের, মানুষের অধিকার ফিরিয়ে আনব।’ 

শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। পাঁচটি পিকআপ ভ্যানের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে নেতারা চেয়ারে বসেন। সমবেত নেতা-কর্মী ও অনুসারীরা মাথায় ক্যাপ, হাতে লাল পতাকাসহ নানা ব্যানার, ফেস্টুন ব্যবহার করেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর মোড় হয়ে নয়া পল্টনে এসে শেষ হয়। বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নেওয়ায় শোভাযাত্রাটি আর সামনে যেতে পারেনি। যদিও জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা বলা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত