ওবায়দুল কাদের চাইলে বাসায় যেতে পারবেন: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮: ২৫
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন। তিনি চাইলেই বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার ওবায়দুল কাদেরের স্বাস্থ্য বিষয়ে সবশেষ তথ্য জানতে চাইলে এ কথা বলেন বিএসএমএমইউর বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান। 

ডা. আতিকুর রহমান বলেন, ‘ওবায়দুল কাদের সুস্থ আছেন। সকালে তাঁর কেবিনে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি চাইলেই বাসায় যেতে পারবেন। বাসায় গেলে পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার আসতে হয়, যে কারণে আমরা তাঁকে এখানে রেখেছি।’

মন্ত্রীর চিকিৎসক বোর্ডের এই সদস্য বলেন, ‘আমরা চাই উনি একটু বিশ্রাম নিন। এ ছাড়া এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাসায় গেলে বারবার আসতে হবে। উনি কর্মঠ মানুষ, বাসায় গেলে ব্যস্ত হয়ে পড়বেন। যে কারণে হাসপাতালে রাখা হয়েছে।’

গত বুধবার ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রথম বৈঠক হয়। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিছু ওষুধও দেওয়া হয়েছে। 

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাঁর হার্টে তিনটি আর্টারি ব্লক শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত