নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মন্ত্রী বা দায়িত্বশীলদের দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বাজার সিন্ডিকেট, মুনাফাখোর ও কালোবাজারিদের উৎসাহী করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার সকালে খাদ্যদ্রব্য ও নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘মন্ত্রী বা দায়িত্বশীলদের দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বাজার সিন্ডিকেট, মুনাফাখোর ও কালোবাজারিদেরই উৎসাহিত করছে। সরকার ও প্রশাসনের নাকের ডগায় বাজার সিন্ডিকেট, কালোবাজারি, মুনাফাখোররা বাজার কারসাজি করে নিত্যপণ্যের লাগামহীন, অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে। সরকারকেই যেকোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে।’
ইনু আরও বলেন, দেশে নিত্যপণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই, মূল্যস্ফীতি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধি নেই। তারপরও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও অযৌক্তিক। বাজার সিন্ডিকেট, কালোবাজারি, মুনাফাখোররা কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে।
এ সময় তিনি গ্যাস ও পানির দাম না বাড়িয়ে দুর্নীতি ও অপচয় বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘প্রতিদিন চাল, ডাল, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা যখন স্বাধীনতার ৫০ বছর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি এবং বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, ঠিক সে সময় খাবারের জন্য জনগণ হাহাকার করবে এটা মানায় না। দেশে এই সময়ে অনেক উন্নয়ন হচ্ছে সত্য, তবে মানুষকে মেরে ফেলে এই উন্নয়ন কাজে লাগবে বলে মনে হয় না। যারা এই দাম বাড়ানোর সঙ্গে জড়িত, তাদের ধ্বংস করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এ সময় তিনি শ্রমিক ও মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চুন্নুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর জাসদের সহসভাপতি ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমল, জাসদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিহির প্রমুখ।
মন্ত্রী বা দায়িত্বশীলদের দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বাজার সিন্ডিকেট, মুনাফাখোর ও কালোবাজারিদের উৎসাহী করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার সকালে খাদ্যদ্রব্য ও নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘মন্ত্রী বা দায়িত্বশীলদের দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বাজার সিন্ডিকেট, মুনাফাখোর ও কালোবাজারিদেরই উৎসাহিত করছে। সরকার ও প্রশাসনের নাকের ডগায় বাজার সিন্ডিকেট, কালোবাজারি, মুনাফাখোররা বাজার কারসাজি করে নিত্যপণ্যের লাগামহীন, অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে। সরকারকেই যেকোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে।’
ইনু আরও বলেন, দেশে নিত্যপণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই, মূল্যস্ফীতি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধি নেই। তারপরও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও অযৌক্তিক। বাজার সিন্ডিকেট, কালোবাজারি, মুনাফাখোররা কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে।
এ সময় তিনি গ্যাস ও পানির দাম না বাড়িয়ে দুর্নীতি ও অপচয় বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘প্রতিদিন চাল, ডাল, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা যখন স্বাধীনতার ৫০ বছর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি এবং বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, ঠিক সে সময় খাবারের জন্য জনগণ হাহাকার করবে এটা মানায় না। দেশে এই সময়ে অনেক উন্নয়ন হচ্ছে সত্য, তবে মানুষকে মেরে ফেলে এই উন্নয়ন কাজে লাগবে বলে মনে হয় না। যারা এই দাম বাড়ানোর সঙ্গে জড়িত, তাদের ধ্বংস করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এ সময় তিনি শ্রমিক ও মেহনতি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চুন্নুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর জাসদের সহসভাপতি ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমল, জাসদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিহির প্রমুখ।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১৫ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
৪ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১৫ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১৮ ঘণ্টা আগে