সিইসির বুদ্ধিসুদ্ধি নাই: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ২০: ০৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে ওই কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড এবং শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্বাস। সেখানে তিনি বলেন, ‘সিইসি বলেছেন তলোয়ার নিয়ে আসলে রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে। এ তো নির্বোধ ব্যক্তি, তাঁর (সিইসি) কোনো বুদ্ধিসুদ্ধি নাই।’ 

সিইসিকে উদ্দেশ করে আব্বাস বলেন, ‘আরে ভাই, তলোয়ার তো অনেক আগে চলে গেছে, সেই অটোম্যান সাম্রাজ্যের পরে তো আর তলোয়ার আসে নাই। আপনি তলোয়ার কোথা থেকে আবিষ্কার করলেন? রাইফেল হাতে নেবে? উনি কি রেফারির ভূমিকা পালন করতে পারবেন? সেটাও তো পারবেন না। আমাদের বক্তব্য স্পষ্ট, এ রকম ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’ 

সরকারকে সতর্ক করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীকে সম্মানের সঙ্গে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু সামনের দিনগুলোতে ঘর থেকে মিছিল নিয়ে রাস্তায় যাব। সমস্ত মিছিল নিয়ে যেকোনো একটা চৌরাস্তায় গিয়ে আমরা মিলিত হবো। এই মিছিল রমনা থেকে বের হবে, শাহবাগ থেকে বেরোবে, শাহজাহানপুর থেকে বের হবে, ফকিরাপুল থেকে বের হবে, মতিঝিল থেকে বের হবে। সব একসঙ্গে আমরা ওই বঙ্গভবন কিংবা সরকারের সচিবালয় ঘেরাও করবো—মনে রাইখেন।’ 

গ্রিসে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির অস্ত্র-গোলাবারুদসহ উড়োজাহাজ দুর্ঘটনার পরিষ্কার ব্যাখ্যা দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘এই যে একটা বিমান ক্র্যাশ হলো, আমি খুব দুঃখের সঙ্গে বলছি—অস্ত্রসহ একটা প্লেন ক্র্যাশ হলো। এই অস্ত্র কার জন্য ওরা আনতে গিয়েছিল? এ বিষয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা চাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত