নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন বাতিল, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে তৃতীয় দিনের মতো সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। তবে কোথাও কোথাও নিজেরা না গেলেও অপেক্ষাকৃত জুনিয়র এবং রাজনীতির সম্পৃক্ত নন এমন আইনজীবীদের সহযোগিতা নিয়েছেন নির্ধারিত মামলার ক্ষেত্রে। এদিন হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি থাকলেও যাননি সিনিয়র আইনজীবীরা। তবে ওয়ালী উদ্দিন নামে এক আইনজীবী সময় আবেদন করেন।
অন্যান্য দিনের মতো বুধবারও সুপ্রিম কোর্ট বারে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। এদিন এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে কয়েকশ আইনজীবী অবস্থান নেন। তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আদালতের বিরুদ্ধে নই। আমরা চাই বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক। আমরা এই আন্দোলনের মাধ্যমে সবাইকে স্মরণ করে দিতে চাই যে, আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়।’
এদিকে আদালত বর্জনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা আদালত যে বর্জন করেছে এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি। এর কোনো মর্মার্থ নেই।’ বুধবার আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
বুধবার সকালে কুষ্টিয়া আদালতের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নেন আইনজীবীরা। তবে আদালত বর্জনকারী আইনজীবীদের জুনিয়ররা মক্কেলদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা শামিম উল হাসান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। আগেই মক্কেলদের মুঠোফোনে আদালত বর্জনের কথা জানানো হচ্ছে।’
বগুড়া আদালতে গিয়ে দেখা যায়, মামলায় হাজিরা দিতে এসেও কাউকে ফিরে যেতে হয়নি। যদিও বিএনপির সিনিয়র আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নেননি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা মামলা নিজে পরিচালনা করছেন এমন তথ্য নেই। মক্কেলের স্বার্থে হয়ত কেউ অন্য আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে থাকতে পারেন।’
এদিকে বুধবার সুনামগঞ্জ জেলা আদালতে গিয়ে দেখা যায়, আদালত বর্জন কর্মসূচি পালন করলেও তাদের কাছে আইনি সহায়তা নিতে আসা কাউকে ফিরে যেতে হয়নি। নিজেরা বর্জন করলেও অন্য সহকর্মীদের সহযোগিতা নিচ্ছেন তারা।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীর সহকারী সঞ্জয় পাল বলেন, রাজনীতির সঙ্গে জড়িতরা আদালত বর্জন করেছেন ঠিকই। তবে তাদের পরিচিত অন্য আইনজীবীদের দিয়ে মামলার কাজ চলমান রেখেছেন। এতে বিচারপ্রার্থীদের তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্ট, ঢাকার আদালত ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, গাইবান্ধা, নওগাঁ, নেত্রকোনা, দিনাজপুর, মৌলভীবাজার, বরগুনা, রংপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতে মিছিল, লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি–জামায়াত সমর্থিত আইনজীবীরা।
নির্বাচন বাতিল, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে তৃতীয় দিনের মতো সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। তবে কোথাও কোথাও নিজেরা না গেলেও অপেক্ষাকৃত জুনিয়র এবং রাজনীতির সম্পৃক্ত নন এমন আইনজীবীদের সহযোগিতা নিয়েছেন নির্ধারিত মামলার ক্ষেত্রে। এদিন হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি থাকলেও যাননি সিনিয়র আইনজীবীরা। তবে ওয়ালী উদ্দিন নামে এক আইনজীবী সময় আবেদন করেন।
অন্যান্য দিনের মতো বুধবারও সুপ্রিম কোর্ট বারে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। এদিন এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে কয়েকশ আইনজীবী অবস্থান নেন। তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আদালতের বিরুদ্ধে নই। আমরা চাই বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক। আমরা এই আন্দোলনের মাধ্যমে সবাইকে স্মরণ করে দিতে চাই যে, আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়।’
এদিকে আদালত বর্জনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা আদালত যে বর্জন করেছে এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি। এর কোনো মর্মার্থ নেই।’ বুধবার আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
বুধবার সকালে কুষ্টিয়া আদালতের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নেন আইনজীবীরা। তবে আদালত বর্জনকারী আইনজীবীদের জুনিয়ররা মক্কেলদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা শামিম উল হাসান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। আগেই মক্কেলদের মুঠোফোনে আদালত বর্জনের কথা জানানো হচ্ছে।’
বগুড়া আদালতে গিয়ে দেখা যায়, মামলায় হাজিরা দিতে এসেও কাউকে ফিরে যেতে হয়নি। যদিও বিএনপির সিনিয়র আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নেননি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা মামলা নিজে পরিচালনা করছেন এমন তথ্য নেই। মক্কেলের স্বার্থে হয়ত কেউ অন্য আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে থাকতে পারেন।’
এদিকে বুধবার সুনামগঞ্জ জেলা আদালতে গিয়ে দেখা যায়, আদালত বর্জন কর্মসূচি পালন করলেও তাদের কাছে আইনি সহায়তা নিতে আসা কাউকে ফিরে যেতে হয়নি। নিজেরা বর্জন করলেও অন্য সহকর্মীদের সহযোগিতা নিচ্ছেন তারা।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীর সহকারী সঞ্জয় পাল বলেন, রাজনীতির সঙ্গে জড়িতরা আদালত বর্জন করেছেন ঠিকই। তবে তাদের পরিচিত অন্য আইনজীবীদের দিয়ে মামলার কাজ চলমান রেখেছেন। এতে বিচারপ্রার্থীদের তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্ট, ঢাকার আদালত ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, গাইবান্ধা, নওগাঁ, নেত্রকোনা, দিনাজপুর, মৌলভীবাজার, বরগুনা, রংপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতে মিছিল, লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি–জামায়াত সমর্থিত আইনজীবীরা।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
৯ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১৩ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১ দিন আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১ দিন আগে