নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার যুদ্ধ বেশ জমে উঠেছে। দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার এক অনুষ্ঠানে ‘বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কাদেরের এমন মন্তব্যকে ‘প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব।
সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। উনি (ওবায়দুল কাদের) যা খুশি বলতে থাকুন। উনার বোধ হয় সময় শেষ হয়ে এসেছে। এসব প্রলাপ। এসব কথা বলে লাভ নেই। বিএনপি এবং সমমনা জোটগুলো, আমরা একটা লক্ষ্যেই এগোচ্ছি। সেটা হচ্ছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’
বিএনপি নির্বাচন করতে চায় জানিয়ে ফখরুল বলেন, ‘নির্বাচন তো আমরা করতেই চাই, কিন্তু সেটা এই সরকারের অধীনে নয়। সেটা (নির্বাচন) অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে চাই।’
‘বিএনপির সুর নরম হয়ে গেছে’ কাদেরের এই বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘ওসব কথা বলে কোনো লাভ নেই। এগুলো মাঠে প্রমাণিত হবে। উনি (ওবায়দুল কাদের) তো পালাবার পথ খুঁজছেন। আমার বাসাতে ওঠার কথা বলেছেন। এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’
এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। অতিথি হিসেবে মির্জা ফখরুলও ওই বৈঠকে অংশ নেন। বৈঠক প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন বেপারি, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক নাসিম খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সৃকৃতি কুমার মণ্ডল বৈঠকে অংশ নেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার যুদ্ধ বেশ জমে উঠেছে। দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার এক অনুষ্ঠানে ‘বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কাদেরের এমন মন্তব্যকে ‘প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব।
সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। উনি (ওবায়দুল কাদের) যা খুশি বলতে থাকুন। উনার বোধ হয় সময় শেষ হয়ে এসেছে। এসব প্রলাপ। এসব কথা বলে লাভ নেই। বিএনপি এবং সমমনা জোটগুলো, আমরা একটা লক্ষ্যেই এগোচ্ছি। সেটা হচ্ছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’
বিএনপি নির্বাচন করতে চায় জানিয়ে ফখরুল বলেন, ‘নির্বাচন তো আমরা করতেই চাই, কিন্তু সেটা এই সরকারের অধীনে নয়। সেটা (নির্বাচন) অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে চাই।’
‘বিএনপির সুর নরম হয়ে গেছে’ কাদেরের এই বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘ওসব কথা বলে কোনো লাভ নেই। এগুলো মাঠে প্রমাণিত হবে। উনি (ওবায়দুল কাদের) তো পালাবার পথ খুঁজছেন। আমার বাসাতে ওঠার কথা বলেছেন। এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’
এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। অতিথি হিসেবে মির্জা ফখরুলও ওই বৈঠকে অংশ নেন। বৈঠক প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন বেপারি, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক নাসিম খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সৃকৃতি কুমার মণ্ডল বৈঠকে অংশ নেন।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
৬ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১৭ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
২০ ঘণ্টা আগে