খালেদা জিয়া গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ১৪: ২৮
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৪: ৫৪

গণতন্ত্রের জন্য ১৯৯৬ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যে উদারতা দেখিয়েছিলেন, তেমন উদার হওয়া আর কারও পক্ষে সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আবদুস সালাম। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা আবদুস সালাম বলেন, ‘১৯৯৬ সালে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এত উদার হওয়া সম্ভব না। বেগম খালেদা জিয়ার সঙ্গে কারও তুলনা হয় না। তিনি গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছিলেন, এখনো করছেন।’  

নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েও গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে খালেদা জিয়া নির্বাচন দিয়েছিলেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম আর জাতীয় পার্টি মিলে যা যা করেছিল, এখন যদি সেই তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হয়, তাহলে বিএনপি তাই তাই করবে।’ 

বিএনপি ভালো কাজ করেছে বলেই তারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল দাবি করে সালাম বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলো বেগম খালেদা জিয়া। সে কারণে ভয় পেয়ে তাকে জেলে রেখে মেরে ফেলার চেষ্টা করছে সরকার। র‍্যাব-পুলিশ ছাড়া বাইরে বের হয়ে দেখেন জনগণ কীভাবে খামচায় ধরে।’ 

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘টিসিবির লাইনে মানুষের দৌড়াদৌড়ি আর লাইন ৭০-এর কুকুর-মানুষের খাবার নিয়ে কাড়াকাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। টিসিবির গাড়ি হলো ডিজিটাল লঙ্গরখানা। এর পরও মন্ত্রীরা জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়েে আছে।’ 

ডিজিটাল লঙ্গরখানা দিয়ে দেশ চলতে পারে না জানিয়ে আলাল বলেন, ‘তারা থাকবে ভিআইপিখানায় আর সাধারণ জনগণ থাকবে লঙ্গরখানায়, তারা করবে বেগমপাড়া আর সাধারণ জনগণ খাবার পাবে না, তা হতে পারে না। মজনুসহ যাঁরা কারাগারে রয়েছেন, তাঁদের সবাইকে মুক্ত করতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত