নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা থাকে। তার পরও একই দিনে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ফলে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’তে শান্তি বজায় থাকেনি। গতকাল শনিবার ইউনিয়ন পর্যায়ে দুই দলের কর্মসূচি ঘিরে দেশের অনেক স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় দলের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে। তবে বিএনপি দাবি করেছে, অন্তত ৫০ জেলায় হামলা হয়েছে। এতে আহত হয়েছেন তিন শতাধিক নেতা-কর্মী। নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে বিএনপি। অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে ‘নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও টিয়ার গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।
এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে পুলিশ ও বিএনপি। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহর অভিযোগ, পুলিশ পদযাত্রায় উসকানিমূলকভাবে বাধা দিতে বেধড়ক লাঠিপেটা করেছে এবং টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়েছে।
অন্যদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। রাস্তা ছাড়তে বললে উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে এবং টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ১২টি মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বেশ কিছু দোকানপাট ও বসতবাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের পাইকপাড়া বাজার থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। শান্তি সমাবেশের জন্য সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিএনপির পদযাত্রা তাঁদের সামনে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে কক্সবাজারের টেকনাফেও সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ-বিএনপির কর্মীরা। গতকাল বিকেলে হ্নীলা বাজারে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নরসিংদীর পলাশে পদযাত্রা পণ্ড করতে পুলিশের বিরুদ্ধে ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, পদযাত্রা পণ্ড করতে শুরু থেকে পথ রোধ করে পুলিশ। তিনবার বাধা দিয়েও কাজ না হওয়ায় শেষে ব্যানার ছিনিয়ে নিয়ে ও লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বাধা দেওয়ার কথা স্বীকার করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় পদযাত্রা করতে দেওয়া হয়নি।
নাটোরে বিএনপির মঞ্চ দখল করে সমাবেশ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। গতকাল সকালে ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, নেতা-কর্মীরা মিছিল বের করে এগোতে থাকলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে মঞ্চ দখল করেন। পরে সেখানে তাঁরা সমাবেশ করেন। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা মঞ্চের দিকে ফিরে এলেও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বরগুনার পাথরঘাটায় বিএনপির পদযাত্রার আগে লিফলেট বিতরণের প্রস্তুতি নেওয়ার সময় হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ হামলায় দলটির সাতজন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কার্যালয়ে ভাঙচুর চালান বলেও অভিযোগ করেছেন পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ।
নেতা-কর্মীদের আটক
ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি বানচাল করতে নেতা-কর্মীদের আটক ও পুরোনো মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলেছে বিএনপি। গতকাল রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অন্তত ৯৬ জন নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, বিএনপির পদযাত্রা বানচাল করতে শুক্রবার রাতে প্রায় প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে ভীতি ছড়িয়েছে পুলিশ। পাশাপাশি তিন মাস আগের নাশকতার গায়েবি মামলায় সাত নেতা-কর্মীকে আটক করেছে।
অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পদযাত্রা বানচাল বা আতঙ্ক সৃষ্টি করতে নয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের স্থানীয় নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তান আটকে রাখার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, পদযাত্রার প্রস্তুতি সভাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহাম্মেদের নেতৃত্বে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে আমার বাসায় হামলা চালান। আমার স্ত্রী ও মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার দিলে তাদের ঘরের ভেতর আটকে রাখেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গাজী জালাল আহম্মেদ। তিনি বলেছেন, এই অভিযোগ ষড়যন্ত্রমূলক। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা থাকে। তার পরও একই দিনে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ফলে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’তে শান্তি বজায় থাকেনি। গতকাল শনিবার ইউনিয়ন পর্যায়ে দুই দলের কর্মসূচি ঘিরে দেশের অনেক স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় দলের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে। তবে বিএনপি দাবি করেছে, অন্তত ৫০ জেলায় হামলা হয়েছে। এতে আহত হয়েছেন তিন শতাধিক নেতা-কর্মী। নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে বিএনপি। অন্যদিকে পাল্টা কর্মসূচি হিসেবে ‘নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই সংঘর্ষে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও টিয়ার গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।
এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে পুলিশ ও বিএনপি। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহর অভিযোগ, পুলিশ পদযাত্রায় উসকানিমূলকভাবে বাধা দিতে বেধড়ক লাঠিপেটা করেছে এবং টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়েছে।
অন্যদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। রাস্তা ছাড়তে বললে উল্টো ইটপাটকেল নিক্ষেপ করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে এবং টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ১২টি মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বেশ কিছু দোকানপাট ও বসতবাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের পাইকপাড়া বাজার থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। শান্তি সমাবেশের জন্য সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিএনপির পদযাত্রা তাঁদের সামনে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে কক্সবাজারের টেকনাফেও সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ-বিএনপির কর্মীরা। গতকাল বিকেলে হ্নীলা বাজারে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নরসিংদীর পলাশে পদযাত্রা পণ্ড করতে পুলিশের বিরুদ্ধে ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, পদযাত্রা পণ্ড করতে শুরু থেকে পথ রোধ করে পুলিশ। তিনবার বাধা দিয়েও কাজ না হওয়ায় শেষে ব্যানার ছিনিয়ে নিয়ে ও লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বাধা দেওয়ার কথা স্বীকার করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় পদযাত্রা করতে দেওয়া হয়নি।
নাটোরে বিএনপির মঞ্চ দখল করে সমাবেশ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। গতকাল সকালে ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, নেতা-কর্মীরা মিছিল বের করে এগোতে থাকলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে মঞ্চ দখল করেন। পরে সেখানে তাঁরা সমাবেশ করেন। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা মঞ্চের দিকে ফিরে এলেও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বরগুনার পাথরঘাটায় বিএনপির পদযাত্রার আগে লিফলেট বিতরণের প্রস্তুতি নেওয়ার সময় হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ হামলায় দলটির সাতজন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কার্যালয়ে ভাঙচুর চালান বলেও অভিযোগ করেছেন পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ।
নেতা-কর্মীদের আটক
ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি বানচাল করতে নেতা-কর্মীদের আটক ও পুরোনো মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলেছে বিএনপি। গতকাল রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অন্তত ৯৬ জন নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন, বিএনপির পদযাত্রা বানচাল করতে শুক্রবার রাতে প্রায় প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে ভীতি ছড়িয়েছে পুলিশ। পাশাপাশি তিন মাস আগের নাশকতার গায়েবি মামলায় সাত নেতা-কর্মীকে আটক করেছে।
অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পদযাত্রা বানচাল বা আতঙ্ক সৃষ্টি করতে নয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের স্থানীয় নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তান আটকে রাখার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, পদযাত্রার প্রস্তুতি সভাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহাম্মেদের নেতৃত্বে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে আমার বাসায় হামলা চালান। আমার স্ত্রী ও মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার দিলে তাদের ঘরের ভেতর আটকে রাখেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গাজী জালাল আহম্মেদ। তিনি বলেছেন, এই অভিযোগ ষড়যন্ত্রমূলক। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
৫ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
৮ ঘণ্টা আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২০ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১ দিন আগে