তুরস্ক ও সিরিয়ায় হতাহতদের স্মরণে বিপিএলে এক মিনিট নীরবতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৪
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৫

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধসে পড়া হাজারো ভবনের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধারের জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। 
 
আজ দুপুর দেড়টায় শুরু হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার খেলা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল ও সমর্থকেরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ভূমিকম্পের সেসব হৃদয়স্পর্শী ছবি। সঙ্গে এই বার্তা ভেসে ওঠে, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’ 
 
গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। সোমবার ভোররাতের ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধ্বংসযজ্ঞের যে ধরন, তাতে এই সংখ্যা এখনকার কয়েকগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। ১৯৯৯ সালের পর দেশটির দেখা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত