ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। ঘরের মাঠ হলেও ছোট টার্গেটে পৌঁছাতেও কষ্ট হয়েছে জিম্বাবুয়ের। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ সমতায় ফিরিয়েছে তারা।
আগের ম্যাচে নিজের জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে আগে ইংল্যান্ডের হয়ে খেলা গ্যারি ব্যালেন্সের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে ছিলেন না ব্যালেন্স। তাঁর প্রভাব অবশ্য খুব একটা পড়েনি। টসে জিতে আইরিশ অধিনায়ক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ আরভিনের ৪২ রানের সুবাদে ১৪৪ রানের সংগ্রহ তোলে জিম্বাবুয়ে। আইরিশদের হয়ে দারুণ বোলিং করেন গ্রাহাম হিউম। চার ওভার বল করে ১৭ রানের বিনিময়ে তুলে নেন জিম্বাবুয়ের ৩ উইকেট।
মাঝারি সংগ্রহেও লড়াইয়ের ভালোই চেষ্টা চালায় জিম্বাবুয়ে। কিন্তু ১৪৫ রানের লক্ষ্যে পৌঁছাতে আইরিশদের ততটা কষ্ট হয়নি। আইরিশ ওপেনার ও অধিনায়ক অ্যান্ডি বালবিরনের ৩৩ রানের সঙ্গে রস আদাইরের ৬৫ রানের ইনিংসেই জয়ের পথ সহজ হয়ে যায়। ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ের দেখা পায় আয়ারল্যান্ড।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। ঘরের মাঠ হলেও ছোট টার্গেটে পৌঁছাতেও কষ্ট হয়েছে জিম্বাবুয়ের। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ সমতায় ফিরিয়েছে তারা।
আগের ম্যাচে নিজের জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে আগে ইংল্যান্ডের হয়ে খেলা গ্যারি ব্যালেন্সের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলে ছিলেন না ব্যালেন্স। তাঁর প্রভাব অবশ্য খুব একটা পড়েনি। টসে জিতে আইরিশ অধিনায়ক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে অধিনায়ক ক্রেইগ আরভিনের ৪২ রানের সুবাদে ১৪৪ রানের সংগ্রহ তোলে জিম্বাবুয়ে। আইরিশদের হয়ে দারুণ বোলিং করেন গ্রাহাম হিউম। চার ওভার বল করে ১৭ রানের বিনিময়ে তুলে নেন জিম্বাবুয়ের ৩ উইকেট।
মাঝারি সংগ্রহেও লড়াইয়ের ভালোই চেষ্টা চালায় জিম্বাবুয়ে। কিন্তু ১৪৫ রানের লক্ষ্যে পৌঁছাতে আইরিশদের ততটা কষ্ট হয়নি। আইরিশ ওপেনার ও অধিনায়ক অ্যান্ডি বালবিরনের ৩৩ রানের সঙ্গে রস আদাইরের ৬৫ রানের ইনিংসেই জয়ের পথ সহজ হয়ে যায়। ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ের দেখা পায় আয়ারল্যান্ড।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে