ক্রীড়া ডেস্ক
লরা ভলভার্টের অধিনায়ক হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন সংস্করণের স্থায়ী অধিনায়ক হয়েছেন ভলভার্ট। তাঁকে অধিনায়ক করেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
অভিজ্ঞ মারিজান কাপকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে সিরিজে ফিরছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিনে দি ক্লার্ক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আয়ান্দা লুবি ও এলিজ–মারি মার্কস। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকের আহবায়ক ক্লিনটন ডু প্রিজ বলেন, ‘লরা ভলভার্টকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের ঘোষণা দিয়ে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়া আমাদের ধারাবাহিক পরিকল্পনার অংশ। চোট ও নারী বিগ ব্যাশ লিগ (ডব্লুবিবিএল) থাকার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই আমাদের দলে। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলেছেন ভলভার্ট। যার মধ্যে ওয়ানডে খেলেছেন ৮৬টি ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৬ ওয়ানডেতে ৪৫.৬১ গড় ও ৬৮.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২১। ৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টিতে ৩২.৮২ গড় ও ১১১.৩৬ স্ট্রাইক রেটে করেন ১৩১৩ রান। ৯ ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে ৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটে ১৪ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন ভলভার্ট।
৩ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটোই হবে কিম্বার্লিতে। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইস্ট লন্ডন, পচেফষ্ট্রুম ও বেনোনিতে হবে ওয়ানডে তিনটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি দি রিডার, লারা গুডাল, আয়ান্দা লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।
লরা ভলভার্টের অধিনায়ক হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তিন সংস্করণের স্থায়ী অধিনায়ক হয়েছেন ভলভার্ট। তাঁকে অধিনায়ক করেই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
অভিজ্ঞ মারিজান কাপকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তিনি ওয়ানডে সিরিজে ফিরছেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের মধ্যে চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই আয়াবোঙ্গা খাকা, ক্লো ট্রায়ন ও নাদিনে দি ক্লার্ক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আয়ান্দা লুবি ও এলিজ–মারি মার্কস। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নির্বাচকের আহবায়ক ক্লিনটন ডু প্রিজ বলেন, ‘লরা ভলভার্টকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের ঘোষণা দিয়ে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দল গড়া আমাদের ধারাবাহিক পরিকল্পনার অংশ। চোট ও নারী বিগ ব্যাশ লিগ (ডব্লুবিবিএল) থাকার কারণে কয়েকজন সিনিয়র খেলোয়াড় নেই আমাদের দলে। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।’
সাদা বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচ খেলেছেন ভলভার্ট। যার মধ্যে ওয়ানডে খেলেছেন ৮৬টি ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ৮৬ ওয়ানডেতে ৪৫.৬১ গড় ও ৬৮.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২১। ৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টিতে ৩২.৮২ গড় ও ১১১.৩৬ স্ট্রাইক রেটে করেন ১৩১৩ রান। ৯ ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে ৮ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটে ১৪ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন ভলভার্ট।
৩ ডিসেম্বর বেনোনিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ৬ ও ৮ ডিসেম্বর। দুটোই হবে কিম্বার্লিতে। এরপর ১৬,২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইস্ট লন্ডন, পচেফষ্ট্রুম ও বেনোনিতে হবে ওয়ানডে তিনটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল: লরা ভলভার্ট (অধিনায়ক), অ্যানেকে বচ, তাজমিন ব্রিটস, অ্যানারি ডার্কসেন, মিকি দি রিডার, লারা গুডাল, আয়ান্দা লুবি, সিনালো জাফতা, মাসাবাতা ক্লাস, সুনে লুস, এলিজ–মারি মার্কস, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শানগাসে, দেলমি টাকার।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে