নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। একটি ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মার্চ-এপ্রিলে আয়ারল্যান্ড-বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল ম্যাচ শুরুর সময় নির্ধারণের। আজ সেটিও চূড়ান্ত করেছে বিসিবি।
মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে আসছে আয়ারল্যান্ড। এর আগে ২০০৮ সালে তিন ওয়ানডের জন্য বাংলাদেশে এসেছিল তারা। একটি টেস্ট দিয়ে আবার দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে ফিরছে আইরিশরা। যেটা আবার বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্টও।
সিলেটে ওয়ানডের আগে ১৫ মার্চ বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। এরপর ১৮ ও ২০ মার্চ দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। ২৩ মার্চ শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে শুরু হবে। শেষ ওয়ানডের দিন প্রথম রোজা হতে পারে, এ জন্য ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো ৩টায় শুরু হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সবগুলো হবে ২টা থেকে।
আগামীকাল ঢাকায় পা রেখে রাখবে আইরিশরা। এরপর ওয়ানডে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেলতে সোজা চলে যাবে সিলেটে।
সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
১৮ মার্চ-প্রথম ওয়ানডে, ভেন্যু-সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২০ মার্চ-দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু-সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২৩ মার্চ-তৃতীয় ওয়ানডে, ভেন্যু-সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২৭ মার্চ-প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৯ মার্চ-দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৩১ মার্চ-তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৪ এপ্রিল-একমাত্র টেস্ট, ভেন্যু-মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। একটি ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মার্চ-এপ্রিলে আয়ারল্যান্ড-বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল ম্যাচ শুরুর সময় নির্ধারণের। আজ সেটিও চূড়ান্ত করেছে বিসিবি।
মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে আসছে আয়ারল্যান্ড। এর আগে ২০০৮ সালে তিন ওয়ানডের জন্য বাংলাদেশে এসেছিল তারা। একটি টেস্ট দিয়ে আবার দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে ফিরছে আইরিশরা। যেটা আবার বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্টও।
সিলেটে ওয়ানডের আগে ১৫ মার্চ বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। এরপর ১৮ ও ২০ মার্চ দুই ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। ২৩ মার্চ শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে শুরু হবে। শেষ ওয়ানডের দিন প্রথম রোজা হতে পারে, এ জন্য ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচগুলো ৩টায় শুরু হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সবগুলো হবে ২টা থেকে।
আগামীকাল ঢাকায় পা রেখে রাখবে আইরিশরা। এরপর ওয়ানডে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেলতে সোজা চলে যাবে সিলেটে।
সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
১৮ মার্চ-প্রথম ওয়ানডে, ভেন্যু-সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২০ মার্চ-দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু-সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২৩ মার্চ-তৃতীয় ওয়ানডে, ভেন্যু-সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২৭ মার্চ-প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৯ মার্চ-দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৩১ মার্চ-তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৪ এপ্রিল-একমাত্র টেস্ট, ভেন্যু-মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে