ক্রীড়া ডেস্ক
ট্রাভিস হেডের ব্যাটেই ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির দেখা পায় ক্রিকেট বিশ্ব। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ফাইনালও হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার মনোনয়ন পেয়েছেন আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকায়।
২০২৩ এর নভেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ আন্তর্জাতিক ক্রিকেটে হেড খেলেছেন ৬ ম্যাচ। ৪২.৫ গড় ও ১২২ স্ট্রাইকরেটে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন ২৫৫ রান। যার মধ্যে ১৬ ও ১৯ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ১৯ নভেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরে রোহিত শর্মার উইকেটেও অবদান রেখেছেন হেড। এর আগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৬২ রান করেছেন ও বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন হেড। ৫ ওয়ানডে খেলে করেছেন ২২০ রান। আর ২৮ নভেম্বর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে করেন ৩৫ রান।
হেডের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ শামি। ৭ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নায়কোচিত এক ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের দেওয়া ২৯৩ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার এক পর্যায়ে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯১ রান। ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচে বেশিরভাগ সময়ই এক পায়ে ভর করে খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে। এরপর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৮ বলে ১০৪ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করে রোহিতের পাশে বসেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে নভেম্বরে ৫ ম্যাচে ১৬০ গড় ও ১৬৮.৪২ স্ট্রাইকরেটে করেন ৩২০ রান।
হেড, ম্যাক্সওয়েলের মতো ২০২৩ এর নভেম্বর মাসে শামিও ছিলেন দুর্দান্ত ফর্মে। গত মাসে বিশ্বকাপের ৫ ম্যাচ খেলে শামি নিয়েছেন ১৫ উইকেট। যার মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতীয় পেসার ৫৭ রানে নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং। এর আগে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট।
ট্রাভিস হেডের ব্যাটেই ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির দেখা পায় ক্রিকেট বিশ্ব। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ফাইনালও হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার মনোনয়ন পেয়েছেন আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকায়।
২০২৩ এর নভেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ আন্তর্জাতিক ক্রিকেটে হেড খেলেছেন ৬ ম্যাচ। ৪২.৫ গড় ও ১২২ স্ট্রাইকরেটে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেন ২৫৫ রান। যার মধ্যে ১৬ ও ১৯ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ১৯ নভেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরে রোহিত শর্মার উইকেটেও অবদান রেখেছেন হেড। এর আগে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে ৬২ রান করেছেন ও বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন হেড। ৫ ওয়ানডে খেলে করেছেন ২২০ রান। আর ২৮ নভেম্বর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে করেন ৩৫ রান।
হেডের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ শামি। ৭ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নায়কোচিত এক ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের দেওয়া ২৯৩ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার এক পর্যায়ে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯১ রান। ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচে বেশিরভাগ সময়ই এক পায়ে ভর করে খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে। এরপর গুয়াহাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৮ বলে ১০৪ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করে রোহিতের পাশে বসেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে নভেম্বরে ৫ ম্যাচে ১৬০ গড় ও ১৬৮.৪২ স্ট্রাইকরেটে করেন ৩২০ রান।
হেড, ম্যাক্সওয়েলের মতো ২০২৩ এর নভেম্বর মাসে শামিও ছিলেন দুর্দান্ত ফর্মে। গত মাসে বিশ্বকাপের ৫ ম্যাচ খেলে শামি নিয়েছেন ১৫ উইকেট। যার মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতীয় পেসার ৫৭ রানে নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং। এর আগে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ মিনিট আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে