মেসির না থাকাই কি সুযোগ করে দিল দিবালাকে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯: ৪৯
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০: ৪৫

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না পাওলো দিবালাকে। থাকতে পারেননি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোপা আমেরিকার দলে। এমনকি ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দলেও জায়গা হয়নি। সেই দিবালা শেষ মুহূর্তে হঠাৎ করেই সুযোগ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে। 

সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে দিবালাকে নেওয়ার কথা জানানো হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এ এস রোমার ফুটবলার পাওলো দিবালা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা করে নিয়েছেন। লিওনেল স্কালোনি তাঁকে নিয়েছেন।’ দিবালাকে হঠাৎ দলে ফেরানোর ব্যাপারে এএফএ বা কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, লিওনেল মেসির এখনো চোট থেকে সেরে না ওঠা দিবালাকে নেওয়ার গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

সৌদি আরবে গত কয়েক বছর তারকা খেলোয়াড়দের যেতে দেখা যাচ্ছে অহরহ। দিবালাও এর ব্যতিক্রম নন। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে সৌদির ক্লাব আল-কাদসিয়া প্রস্তাব দিয়েছিল। তবে তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন। দিবালা সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনা দলে আমি ফিরতে চেয়েছি। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য অনেক কিছু বিবেচনা করেছি। আমার পরিবার, স্ত্রী, শহর, দল এবং জাতীয় দলে ফেরার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। বড় অঙ্কের টাকা কোনো ব্যাপার নয়। দিন শেষে এখানে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’ 

 ২০২৪ সালের ১৫ জুলাই মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। সেই ফাইনালে হঠাৎই গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। সেই চোটের কারণে এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা হয়নি আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের। একই দিন আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন আনহেল দি মারিয়া। সেই মেসি-দি মারিয়া ছাড়াই গত ১৯ আগস্ট আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেন স্কালোনি। ভ্যালেন্তিন কাস্তেয়ানোস, মাতিয়াস সুলে—স্কালোনির ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এ দুই ফুটবলার। ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১০ সেপ্টেম্বর খেলবে আর্জেন্টিনা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত