ব্যর্থতার ষোলোকলা পূরণ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৯
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ৩২

৬টা ১৮ মিনিট, ৪ নভেম্বর
বাংলাদেশ হারল ৮ উইকেটে 

তাসকিনকে প্রথম বলে চার, দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে বাংলাদেশের হারল ৮ উইকেটে। ৮২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। মিরপুরে ৪-১ ব্যবধানে হারের ঝাল ভালোভাবেই মেটালেন জাম্পা-মার্শরা। বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল ফিঞ্চের দল।  

৬টা ৭ মিনিট, ৪ নভেম্বর
ফিঞ্চকে বোল্ড করলেন তাসকিন

ফিঞ্চ দুই ছয় হাঁকানোর পর ওভারের শেষ বলে বোল্ড করলেন তাসকিন। জয় থেকে ১৬ রান দূরে থাকতে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন শরীফুল ইসলাম। আরেক ওপেনার ওয়ার্নারকে বোল্ড করলেন শরীফুল। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৬৭। 

৫টা ৫৯ মিনিট, ৪ নভেম্বর
মোস্তাফিজের ২১ রানের ওভার

মোস্তাফিজের ওভারে ঝড় তুললেন ফিঞ্চ-ওয়ার্নার। ওয়ার্নার মেরেছেন ৩ চার আর ফিঞ্চ হাঁকিয়েছেন ১ ছয়। সব মিলিয়ে এই ওভারে মোস্তাফিজুর দিলেন ২১ রান। ৪ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৪৪।    

৫টা ৪৯ মিনিট, ৪ নভেম্বর
প্রথম ২ ওভারে বিনা উইকেটে ১৬  

প্রথমে ওভারে দারুণ বোলিং করলেন তাসকিন। দিয়েছেন ৪ রান। মোস্তাফিজের পরের ওভার থেকে প্রথম বলেই বাউন্ডারি মারলেন ফিঞ্চ। পঞ্চম বলে ফিঞ্চ হাঁকিয়েছেন ছয়। প্রথম দুই ওভারে অস্ট্রেলিয়া তুলল বিনা উইকেটে ১৬।  

৫টা ২০ মিনিট, ৪ নভেম্বর
হ্যাটট্রিক না হলেও ফাইফার পূরণ করলেন জাম্পা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ ৬৫ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৫ তম ওভারে প্রথম বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল নিজের আগের ওভারের শেষ দুই বলে উইকেট পাওয়া জাম্পার। ওয়েড তাই শুধু তাসকিনের ক্যাচ ফেললেন না, ফেললেন জাম্পার হ্যাটট্রিকও। হ্যাটট্রিক না হলেও  মোস্তাফিজুর ও শরীফুলকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করলেন জাম্পা। বাংলাদেশ অলআউট হয়ে গেল ৭৩ রানে।    

৫টা ১০ মিনিট, ৪ নভেম্বর
ফিরলেন মাহমুদউল্লাহও

সতীর্থদের যাওয়া আসার মিছিলে এবার যোগ দিলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন স্টার্কের বলে উইকেট পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে। ১৮ বলে ১৬ রান করে আউট হলেন মাহমুদউল্লাহ। ১৩ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ৬৫।  

৫টা ১ মিনিট, ৪ নভেম্বর
জাম্পা ফেরালেন শামীম, মেহেদীকে 

জাম্পার দ্বিতীয় শিকার শামিম। উইকেটের পেছনে ক্যাচ দিলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার। পরের বলে এবার এলবিডব্লু হয়ে প্রথম বলেই ফিরে গেলেন মেহেদী হাসান। ৪ রান দিয়ে ২ উইকেট নিলেন জাম্পা। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৬২।  

৪টা ৫৪ মিনিট, ৪ নভেম্বর
১০ ওভার শেষে ৫৮ /৫ 

শেষ ৩ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে আছেন শামীম পাটোয়ারী। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৮।  

৪টা ৩৯ মিনিট, ৪ নভেম্বর
ক্যাচ দিলেন আফিফ

মুড়ি মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা। এবার জাম্পার শিকার আফিফ হোসেন। বের হয়ে যাওয়া বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন এই তরুণ অলরাউন্ডার। রানের খাতা খোলার আগেই ফিরলেন আফিফ। প্রথম ৭ ওভারে ৫ উইকেট হারাল বাংলাদেশ।  

৪টা ৩৪ মিনিট, ৪ নভেম্বর
ফিরলেন নাইমও

হ্যাজেলউডের ব্যাক অব লেংথ ডেলিভারি  পুল করতে গিয়ে ৩০ গজ বৃত্তের মধ্যে ধরা পড়লেন নাঈম। স্কয়ার লেগে সহজ ক্যাচ নিলেন কামিন্স। ১৬ বলে ১৭ রান করা নাঈম অতি আত্মবিশ্বাসী শট খেলতে গিয়েই বিপদ ডেকে আনলেন। পাওয়ার প্লেতে ৩৩ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।  

৪টা ২৪ মিনিট, ৪ নভেম্বর
কামিন্সকে দুই চার মারলেন নাঈম 

পরের ওভারে বোলিংয়ে প্যাট কামিন্স। প্রথম চার ওভারে চার বোলার ব্যবহার করল অস্ট্রেলিয়া। কামিন্সের এই ওভারে দুটি চার মেরেছেন নাঈম। ৪ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯।  

৪টা ১৯ মিনিট, ৪ নভেম্বর
 ৩ ওভারে ফিরলেন ৩ টপ অর্ডার 

তৃতীয় ওভারে বোলিংয়ে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে গেলেন মুশফিক। প্রথম তিন ওভারে ৩ টপ অর্ডারকে হারাল বাংলাদেশ। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০।  

৪টা ৬ মিনিট, ৪ নভেম্বর
বোল্ড হয়ে গেলেন লিটন,সৌম্য

ওভারের প্রথম বল থেকে ফুল লেংথ দিচ্ছিলেন মিচেল স্টার্ক। তৃতীয় বলে ব্যাটের কানায় লেগে বোল্ড গেলেন লিটন দাস। ওভারের প্রতিটি বলই ছিল ঘণ্টায় ১৪০+ কিলোমিটার গতির। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেছেন জস হ্যাজেলউড। ওভারের শেষ বলে ব্যাট তুলতে তুলতে কানায় লেগে বোল্ড হয়ে গেলেন সৌম্য সরকার।

মিচেল স্টার্কের ফুল লেংথ ডেলিভারিতে এভাবেই বোল্ড হয়েছেন লিটন দাস

৩টা ৫৫ মিনিট, ৪ নভেম্বর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাঁকে জায়গা করে দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজই বাংলাদেশের শেষ ম্যাচ। সুপার টুয়েলভে আগের চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। 

বাংলাদেশ:  
লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত