ক্রীড়া ডেস্ক
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভালো খেলার পরও কেন লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হলো। প্রশ্নের উত্তর না দিয়ে বরং তিনি উল্টো প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিককে, লিটন ওপেন করলেই কি আমরা জিতব?
সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন সাকিব। সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও কেন লিটনকে সরিয়ে দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা কী? প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো অধিনায়কই প্রশ্ন করেন প্রশ্নকর্তাকে, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব?’
এরপর প্রশ্নকর্তা সাংবাদিক সাকিবের কাছে জানতে চান, লিটন ভালো করছেন অথচ তাঁর জায়গাই ঠিক হচ্ছে না। এ বিষয়ে তখন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার বলেন, ‘আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে।’
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমালোচনা হচ্ছে। এই সংস্করণে তামিম ইকবালের অবসরের পর কোনো ক্রিকেটারই নিজেদের থিতু করতে পারেননি ওপেনিংয়ে। তবে এ ক্ষেত্রে লিটন অনেকটা মানিয়ে নিয়েছিলেন নিজেকে। এই পজিশনে ভালো খেলার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এশিয়া কাপ থেকেই ‘মেক শিফট’ ওপেনিংয়ে ভরসা করে আসছে বাংলাদেশ। তবে ‘মেক শিফট’ ওপেনাররা ভরসা দিতে পারেননি দলকে। উল্টো সমালোচনা আরও তীব্র হয়েছে।
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভালো খেলার পরও কেন লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হলো। প্রশ্নের উত্তর না দিয়ে বরং তিনি উল্টো প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিককে, লিটন ওপেন করলেই কি আমরা জিতব?
সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন সাকিব। সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও কেন লিটনকে সরিয়ে দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা কী? প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো অধিনায়কই প্রশ্ন করেন প্রশ্নকর্তাকে, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব?’
এরপর প্রশ্নকর্তা সাংবাদিক সাকিবের কাছে জানতে চান, লিটন ভালো করছেন অথচ তাঁর জায়গাই ঠিক হচ্ছে না। এ বিষয়ে তখন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার বলেন, ‘আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে।’
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমালোচনা হচ্ছে। এই সংস্করণে তামিম ইকবালের অবসরের পর কোনো ক্রিকেটারই নিজেদের থিতু করতে পারেননি ওপেনিংয়ে। তবে এ ক্ষেত্রে লিটন অনেকটা মানিয়ে নিয়েছিলেন নিজেকে। এই পজিশনে ভালো খেলার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এশিয়া কাপ থেকেই ‘মেক শিফট’ ওপেনিংয়ে ভরসা করে আসছে বাংলাদেশ। তবে ‘মেক শিফট’ ওপেনাররা ভরসা দিতে পারেননি দলকে। উল্টো সমালোচনা আরও তীব্র হয়েছে।
আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪১ মিনিট আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
১ ঘণ্টা আগেরাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
২ ঘণ্টা আগে