ক্রীড়া ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই মেরুতে ভারত-পাকিস্তান। ভারত তাদের দেশেই আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে পাকিস্তান চাইছে, ভারতে না হয়ে সংযুক্ত আরব আমিরাতেই হোক এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আইসিসির আগের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট। তবে গত ১ জুন আইসিসির সভায় বিশ্বকাপ নিজেদের দেশেই আয়োজনের ব্যাপারে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
পাকিস্তান বলছে ভিন্ন কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলছেন, ভারতে নয়; টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে হবে সংযুক্ত আরব আমিরাতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা এখন হতে পারে আমিরাতে। ভারত বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলো তো আরব আমিরাতে আয়োজন করছে। পাকিস্তানের কাছেও পিএসএলের বাকি ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করা ছাড়া বিকল্প উপায় ছিল না।’
করোনা মহামারিতে নিরাপদে যেকোনো সিরিজ–টুর্নামেন্টই আয়োজন কঠিন হয়ে গেছে। এহসান মানি তাই বলছেন, ‘বর্তমান সময়ে ক্রিকেট ম্যাচ আয়োজনের কাজ মোটেও সহজ নয়। পরিস্থিতি বিবেচনায় সব ক্রিকেট বোর্ডকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’
ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দুই মেরুতে ভারত-পাকিস্তান। ভারত তাদের দেশেই আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে পাকিস্তান চাইছে, ভারতে না হয়ে সংযুক্ত আরব আমিরাতেই হোক এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আইসিসির আগের সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট। তবে গত ১ জুন আইসিসির সভায় বিশ্বকাপ নিজেদের দেশেই আয়োজনের ব্যাপারে সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি।
পাকিস্তান বলছে ভিন্ন কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলছেন, ভারতে নয়; টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে হবে সংযুক্ত আরব আমিরাতে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটা এখন হতে পারে আমিরাতে। ভারত বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলো তো আরব আমিরাতে আয়োজন করছে। পাকিস্তানের কাছেও পিএসএলের বাকি ম্যাচগুলো আবুধাবিতে আয়োজন করা ছাড়া বিকল্প উপায় ছিল না।’
করোনা মহামারিতে নিরাপদে যেকোনো সিরিজ–টুর্নামেন্টই আয়োজন কঠিন হয়ে গেছে। এহসান মানি তাই বলছেন, ‘বর্তমান সময়ে ক্রিকেট ম্যাচ আয়োজনের কাজ মোটেও সহজ নয়। পরিস্থিতি বিবেচনায় সব ক্রিকেট বোর্ডকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
২৬ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে