বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২১, ১৮: ৪১

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফরকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ান (সিএ)। প্রাথমিকভাবে ২৩ জনের নাম দিয়েছিল সিএ। জৈব সুরক্ষাবলয়ের দুশ্চিন্তা থাকায় নতুন করে আরও ছয়জনকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকেরা।

ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলবেন স্মিথ-ওয়ার্নাররা। ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা দেবে অস্ট্রেলিয়া দল। পুরো জুলাই মাসটা স্মিথদের কাটবে ক্যারিবীয় অঞ্চলে। ক্যারিবীয় সফর শেষ করে বাংলাদেশ আসবে তাঁরা। আগস্টে সাকিব-মুশফিকদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অজিরা।

ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে প্রাথমিক দল আরও কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনস। দল ঘোষণার পর হনস বলেছেন, ‘জৈব সুরক্ষাবলয় জটিলতায় কিছু ক্রিকেটারও নিজ থেকে নাম তুলে নিতে পারে। এ কারণে নতুন করে বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, ক্যামেরন গ্রিন, অ্যাশটন টার্নার, ওয়েস অ্যাগার ও নাথান এলিসকে অন্তর্ভুক্ত করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়ার প্রাথমিক দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেরেনডর্ফ, অ্যালেক্স কেরি, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ময়েজেস হেনরিকেস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ঝাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, তানভীর সংঘ, ডার্সি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত