ক্রীড়া ডেস্ক
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে মোটামুটি দল গোছানো প্রায় শেষ ফ্র্যাঞ্চাইজিদের। নিজেদের প্রত্যাশামতো দল গড়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি মালিক শাকিব খান, মিজানুর রহমান ও কোচ মোহাম্মদ আশরাফুলরা। কেমন হলো বিপিএলের সাতটি দল এবং যা বললেন কর্তৃপক্ষ—
ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী শাকিব খান—
আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের, ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দল সাজাতে পেরেছি। আশা করি, নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের উত্তেজনা-এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য।
ঢাকা ক্যাপিটালসের দল:
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন দিপু। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, সাইম আইয়ুব, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, আমির হামজা।
চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী—
সাকিবসহ সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। আমরা সব সময় চেষ্টা করেছি ১০ বছরের মধ্যেও খেলার। যেকোনো কারণে দুর্ভাগ্যজনকভাবে হয়নি। এখন অনেক আগ্রহ নিয়ে ফেরত এসেছি। আশা করি সবার আশা পূরণ করতে পারব ইনশা আল্লাহ।
চিটাগং কিংসের দল:
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব। বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
ফরচুন বরিশাল স্বত্বাধিকারী মিজানুর রহমান—
আমরা সবাই খুশি। আপনারা জানেন আমরা গতবারের চ্যাম্পিয়ন। আমরা চেষ্টা করেছি খুব ভালো দল গড়ার জন্য। চারজন অধিনায়ক আমাদের দলে রয়েছে। গত বারের যেন একটা প্রতিচ্ছবি থাকে। গতবারের বেশিরভাগ খেলোয়াড়কে আমরা নিয়েছি।
ফরচুন বরিশালের দল:
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, খান জাহানদাদ, জেমস ফুলার, পাতুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্সের সিনিয়র ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ—
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে (দল সাজানো)। আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে। খুলনা যাদের ধরে রেখেছে—আফিফ আছে, নাসুম আছে, আমাকে সরাসরি চুক্তিতে নিয়েছে। আমরা যেভাবে চেয়েছিলাম নিলামে আলহামদুলিল্লাহ সেভাবে পেয়েছি।
খুলনা টাইগার্সের দল:
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়। বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নাওয়াজ।
সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারী মামুনুল হক—
মাশরাফি আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা একটা ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি।
সিলেট স্ট্রাইকার্সের দল:
দেশি: জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
রংপুর রাইডার্সের কোচ মোহাম্মদ আশরাফুল
যেহেতু সাকিব নেই, সাইফউদ্দিনকে আমরা পেয়েছে, এটা একটা বাড়তি পাওয়া। সর্বশেষ মৌসুমে অসাধারণ বোলিং করেছে সে, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে। আমি মনে করি আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন—তিন অলরাউন্ডার আমাদের দলে আছেন। আমরা যেভাবে চেয়েছি, সেভাবেই দল গড়তে পেরেছি।
রংপুর রাইডার্সের দল:
দেশি: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার। বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রভালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি
আমাদের যে দল হয়েছে, আমরা খুশি। আমরা এখনো চারজন খেলোয়াড় নিতে পারব। যে দল আছে, সে দলের শক্তি-দুর্বলতা বুঝে সেই অনুযায়ী খেলোয়াড় নিয়ে আসার চেষ্টা করব। লক্ষ্য আমার বড়, অবশ্যই বড়। তিন-চারের মধ্যে আমার থাকা ইচ্ছা। যে দল আছে, আমার মনে হয় সম্ভব।
দুর্বার রাজশাহীর দল:
দেশি: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ। বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। খেলোয়াড় ধরে রাখা, সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে মোটামুটি দল গোছানো প্রায় শেষ ফ্র্যাঞ্চাইজিদের। নিজেদের প্রত্যাশামতো দল গড়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজি মালিক শাকিব খান, মিজানুর রহমান ও কোচ মোহাম্মদ আশরাফুলরা। কেমন হলো বিপিএলের সাতটি দল এবং যা বললেন কর্তৃপক্ষ—
ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী শাকিব খান—
আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের, ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দল সাজাতে পেরেছি। আশা করি, নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের উত্তেজনা-এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য।
ঢাকা ক্যাপিটালসের দল:
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন দিপু। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, সাইম আইয়ুব, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, আমির হামজা।
চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী—
সাকিবসহ সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। আমরা সব সময় চেষ্টা করেছি ১০ বছরের মধ্যেও খেলার। যেকোনো কারণে দুর্ভাগ্যজনকভাবে হয়নি। এখন অনেক আগ্রহ নিয়ে ফেরত এসেছি। আশা করি সবার আশা পূরণ করতে পারব ইনশা আল্লাহ।
চিটাগং কিংসের দল:
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব। বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
ফরচুন বরিশাল স্বত্বাধিকারী মিজানুর রহমান—
আমরা সবাই খুশি। আপনারা জানেন আমরা গতবারের চ্যাম্পিয়ন। আমরা চেষ্টা করেছি খুব ভালো দল গড়ার জন্য। চারজন অধিনায়ক আমাদের দলে রয়েছে। গত বারের যেন একটা প্রতিচ্ছবি থাকে। গতবারের বেশিরভাগ খেলোয়াড়কে আমরা নিয়েছি।
ফরচুন বরিশালের দল:
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, খান জাহানদাদ, জেমস ফুলার, পাতুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্সের সিনিয়র ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ—
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে (দল সাজানো)। আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে। খুলনা যাদের ধরে রেখেছে—আফিফ আছে, নাসুম আছে, আমাকে সরাসরি চুক্তিতে নিয়েছে। আমরা যেভাবে চেয়েছিলাম নিলামে আলহামদুলিল্লাহ সেভাবে পেয়েছি।
খুলনা টাইগার্সের দল:
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়। বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নাওয়াজ।
সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারী মামুনুল হক—
মাশরাফি আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা একটা ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি।
সিলেট স্ট্রাইকার্সের দল:
দেশি: জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
রংপুর রাইডার্সের কোচ মোহাম্মদ আশরাফুল
যেহেতু সাকিব নেই, সাইফউদ্দিনকে আমরা পেয়েছে, এটা একটা বাড়তি পাওয়া। সর্বশেষ মৌসুমে অসাধারণ বোলিং করেছে সে, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে। আমি মনে করি আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন—তিন অলরাউন্ডার আমাদের দলে আছেন। আমরা যেভাবে চেয়েছি, সেভাবেই দল গড়তে পেরেছি।
রংপুর রাইডার্সের দল:
দেশি: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার। বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রভালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি
আমাদের যে দল হয়েছে, আমরা খুশি। আমরা এখনো চারজন খেলোয়াড় নিতে পারব। যে দল আছে, সে দলের শক্তি-দুর্বলতা বুঝে সেই অনুযায়ী খেলোয়াড় নিয়ে আসার চেষ্টা করব। লক্ষ্য আমার বড়, অবশ্যই বড়। তিন-চারের মধ্যে আমার থাকা ইচ্ছা। যে দল আছে, আমার মনে হয় সম্ভব।
দুর্বার রাজশাহীর দল:
দেশি: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ। বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৩০ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগে