ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেনের একটি উক্তি ছিল এ রকম, ‘পাকিস্তান ক্রিকেট অ্যাট ইটস বেষ্ট, ওয়ান মিনিট ডাউন, নেক্সট মিনিট আপ!’ ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধারাভাষ্যকক্ষে বসে উক্তিটা ছেড়েছিলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তান যেন নাসেরের সেই উক্তিটাই বারবার মনে করিয়ে দিচ্ছিল।
চতুর্থ দিনে ১৬৮ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। নবম ব্যাটসম্যান হিসেবে জোমেল ওয়ারিকান যখন আউট হলেন, তখনো জয় থেকে ১৭ রান দূরে ক্যারিবিয়ানরা। উইকেটে তখন কেমার রোচ আর এগারো নম্বর ব্যাটসম্যান জেইডেন সিলস। খেলাটা অবশ্য এর আগে শেষ করে দিতে পারত পাকিস্তান। ওয়ারিকানের আউটের আগের ওভারে শাহিন আফ্রিদির বলে রোচের সহজ ক্যাচটা ফেলে দেন হাসান আলি। পরের ওভারেই বোলিংয়ে এসে উইকেটকিপার রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ওয়ারিকানকে ফিরিয়ে কিছুটা দায়মোচন করেন হাসান। কিন্তু রোচের ক্যাচ মিসটা কীভাবে ভুলবেন তিনি? শেষ পর্যন্ত ৫২ বলে ৩০ রানের ইনিংসে পাকিস্তানকে জয় বঞ্চিত করেছেন তো রোচই।
একপ্রান্ত রোচকে দারুণ সঙ্গ দিয়েছেন সিলস। তবে শেষ দিকে দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন রোচ। জয় থেকে উইন্ডিজের দূরত্ব যখন ৬ রানের, বোলিংয়ে আবার হাসান। স্ট্রাইকিং প্রান্তে তখন রোচ। দ্বিতীয় বলে হাসানকে চার মেরে ব্যবধানটা দুইয়ে নিয়ে আসেন রোচ। বলটা ডানদিকে ডাইভ দেওয়া রিজওয়ানের গ্লাভসের একটু নিচ দিয়ে বেরিয়ে যায়। একটু আগে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে হাসানকে দায়মোচনের সুযোগ করে দেওয়া রিজওয়ানকে নিয়ে ধারাভাষ্যকক্ষ থেকে ইয়ান বিশপ বলছেন, 'হ্যাজ রিজওয়ান গন ফ্রম হিরো টু জিরো অর অ্যাম আই বিং টু হার্শ! '
হাসানের পঞ্চম বলে দুই রান নিয়ে ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করেন রোচ। আর এতে যেন আরেকবার দেখা মিলল নাসেরের সেই উক্তির সত্যতা। বিশপের কথাটার উত্তর না হয় দর্শকের ওপর ছেড়ে দেওয়া যাক! ১ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। শেষ ৮৪ টেস্টে ১ উইকেটে জেতার ঘটনা এ নিয়ে তৃতীয়বার। যেখানে প্রথম ২৩৪৬ টেস্টে যে ঘটনা মাত্র বারবার ঘটেছিল। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ১৯ বছর বয়সী উইন্ডিজ পেসার সিলস।
এর আগে পাঁচ উইকেটে ১৬০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। চতুর্থ দিনে আর মাত্র ৪৩ রান যোগ করতেই অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন সিলস। পাঁচ উইকেট শিকারে রেকর্ডের পাতায়ও নাম উঠেছে এই উইন্ডিজ পেসারের। সবচেয়ে কম বয়সী উইন্ডিজ পেসার হিসেবে পাঁচ উইকেট শিকারির নাম এখন সিলস।
পাকিস্তানের ১৬৮ রানের জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে উইন্ডিজ। একপর্যায়ে ৯২ রানে হারিয়ে বসে পাঁচ উইকেট। জেসন হোল্ডার-জশুয়া ডি সিলভাদের ছোট ছোট ইনিংসের সঙ্গে জারমি ব্ল্যাকউডের ৫৫ রান ম্যাচে টিকিয়ে রেখেছিল ক্যারিবিয়ানদের। টিকিয়ে রাখা ম্যাচে সিলসকে নিয়ে বাকি পথটা পাড়ি দিয়েছেন রোচ।
পাকিস্তান ক্রিকেট নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হোসেনের একটি উক্তি ছিল এ রকম, ‘পাকিস্তান ক্রিকেট অ্যাট ইটস বেষ্ট, ওয়ান মিনিট ডাউন, নেক্সট মিনিট আপ!’ ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধারাভাষ্যকক্ষে বসে উক্তিটা ছেড়েছিলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে ১ উইকেটে হেরে পাকিস্তান যেন নাসেরের সেই উক্তিটাই বারবার মনে করিয়ে দিচ্ছিল।
চতুর্থ দিনে ১৬৮ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। নবম ব্যাটসম্যান হিসেবে জোমেল ওয়ারিকান যখন আউট হলেন, তখনো জয় থেকে ১৭ রান দূরে ক্যারিবিয়ানরা। উইকেটে তখন কেমার রোচ আর এগারো নম্বর ব্যাটসম্যান জেইডেন সিলস। খেলাটা অবশ্য এর আগে শেষ করে দিতে পারত পাকিস্তান। ওয়ারিকানের আউটের আগের ওভারে শাহিন আফ্রিদির বলে রোচের সহজ ক্যাচটা ফেলে দেন হাসান আলি। পরের ওভারেই বোলিংয়ে এসে উইকেটকিপার রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ওয়ারিকানকে ফিরিয়ে কিছুটা দায়মোচন করেন হাসান। কিন্তু রোচের ক্যাচ মিসটা কীভাবে ভুলবেন তিনি? শেষ পর্যন্ত ৫২ বলে ৩০ রানের ইনিংসে পাকিস্তানকে জয় বঞ্চিত করেছেন তো রোচই।
একপ্রান্ত রোচকে দারুণ সঙ্গ দিয়েছেন সিলস। তবে শেষ দিকে দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন রোচ। জয় থেকে উইন্ডিজের দূরত্ব যখন ৬ রানের, বোলিংয়ে আবার হাসান। স্ট্রাইকিং প্রান্তে তখন রোচ। দ্বিতীয় বলে হাসানকে চার মেরে ব্যবধানটা দুইয়ে নিয়ে আসেন রোচ। বলটা ডানদিকে ডাইভ দেওয়া রিজওয়ানের গ্লাভসের একটু নিচ দিয়ে বেরিয়ে যায়। একটু আগে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে হাসানকে দায়মোচনের সুযোগ করে দেওয়া রিজওয়ানকে নিয়ে ধারাভাষ্যকক্ষ থেকে ইয়ান বিশপ বলছেন, 'হ্যাজ রিজওয়ান গন ফ্রম হিরো টু জিরো অর অ্যাম আই বিং টু হার্শ! '
হাসানের পঞ্চম বলে দুই রান নিয়ে ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করেন রোচ। আর এতে যেন আরেকবার দেখা মিলল নাসেরের সেই উক্তির সত্যতা। বিশপের কথাটার উত্তর না হয় দর্শকের ওপর ছেড়ে দেওয়া যাক! ১ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ। শেষ ৮৪ টেস্টে ১ উইকেটে জেতার ঘটনা এ নিয়ে তৃতীয়বার। যেখানে প্রথম ২৩৪৬ টেস্টে যে ঘটনা মাত্র বারবার ঘটেছিল। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ১৯ বছর বয়সী উইন্ডিজ পেসার সিলস।
এর আগে পাঁচ উইকেটে ১৬০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। চতুর্থ দিনে আর মাত্র ৪৩ রান যোগ করতেই অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন সিলস। পাঁচ উইকেট শিকারে রেকর্ডের পাতায়ও নাম উঠেছে এই উইন্ডিজ পেসারের। সবচেয়ে কম বয়সী উইন্ডিজ পেসার হিসেবে পাঁচ উইকেট শিকারির নাম এখন সিলস।
পাকিস্তানের ১৬৮ রানের জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে উইন্ডিজ। একপর্যায়ে ৯২ রানে হারিয়ে বসে পাঁচ উইকেট। জেসন হোল্ডার-জশুয়া ডি সিলভাদের ছোট ছোট ইনিংসের সঙ্গে জারমি ব্ল্যাকউডের ৫৫ রান ম্যাচে টিকিয়ে রেখেছিল ক্যারিবিয়ানদের। টিকিয়ে রাখা ম্যাচে সিলসকে নিয়ে বাকি পথটা পাড়ি দিয়েছেন রোচ।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে