নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মধ্যাহ্নভোজের বিরতির পর আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সেশনের বাকি অংশে দাপট দেখালেন শ্রীলঙ্কার দুই ওপেনার। বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে বিনা উইকেটে ৮৩ রান তুলেছে লঙ্কানরা। ঘুরেফিরে পাঁচ বোলার বোলিং করলেও উইকেট এনে দিতে পারেননি কেউই।
৩১ রানে অপরাজিত থেকে শেষ সেশনের ব্যাটিংয়ে নামবেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গী ওশাদা ফার্নান্দো অপরাজিত আছেন ৫১ রানে। সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওশাদার রান ৪৩। বেঁচে যাওয়া ইনিংসটা কতদূর এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
এর আগে তাইজুল ইসলামের বলে বাংলাদেশের রিভিউতে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯।
লঙ্কানদের প্রথম ইনিংসের ২২ ওভারে বাংলাদেশ বোলারদের উইকেটের সুযোগ তৈরি বলতে এটুকুই। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৮১ রানে। দিনের শেষ সেশনে দ্রুত উইকেট ফেলতে না পারলে মুমিনুল হকদের কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ।
মধ্যাহ্নভোজের বিরতির পর আর ৪ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। সেশনের বাকি অংশে দাপট দেখালেন শ্রীলঙ্কার দুই ওপেনার। বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে বিনা উইকেটে ৮৩ রান তুলেছে লঙ্কানরা। ঘুরেফিরে পাঁচ বোলার বোলিং করলেও উইকেট এনে দিতে পারেননি কেউই।
৩১ রানে অপরাজিত থেকে শেষ সেশনের ব্যাটিংয়ে নামবেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গী ওশাদা ফার্নান্দো অপরাজিত আছেন ৫১ রানে। সাকিব আল হাসানকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূরণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওশাদার রান ৪৩। বেঁচে যাওয়া ইনিংসটা কতদূর এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
এর আগে তাইজুল ইসলামের বলে বাংলাদেশের রিভিউতে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯।
লঙ্কানদের প্রথম ইনিংসের ২২ ওভারে বাংলাদেশ বোলারদের উইকেটের সুযোগ তৈরি বলতে এটুকুই। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৮১ রানে। দিনের শেষ সেশনে দ্রুত উইকেট ফেলতে না পারলে মুমিনুল হকদের কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ।
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৪ ঘণ্টা আগে