ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনেক আগেই দল ঘোষণা করেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করছে। তবে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এ ছাড়া চোটের কারণে নেই ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জিমি নিশামের মতো তারকারাও। অন্যদিকে নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্টও। ১৩ সদস্যের দলে বিশ্বকাপের মাত্র সাতজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন।
সিনিয়ররা না থাকায় তিন নতুন মুখকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী আদি অশোক। এঁদের মধ্যে ইতিমধ্যে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অশোকের। অবশ্য এই লেগ স্পিনারকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে।
অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি হবে নেলসনে ২০ ডিসেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল—
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং।
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনেক আগেই দল ঘোষণা করেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করছে। তবে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এ ছাড়া চোটের কারণে নেই ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জিমি নিশামের মতো তারকারাও। অন্যদিকে নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্টও। ১৩ সদস্যের দলে বিশ্বকাপের মাত্র সাতজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন।
সিনিয়ররা না থাকায় তিন নতুন মুখকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী আদি অশোক। এঁদের মধ্যে ইতিমধ্যে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অশোকের। অবশ্য এই লেগ স্পিনারকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে।
অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি হবে নেলসনে ২০ ডিসেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল—
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে