নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুনেতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। গত কয়েক ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় এবার একদমই ভালো কাটেনি তাদের। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা। বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।
আজ ভোর ৬টায় বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে ভারতের পুনে থেকেই রওনা দেওয়ার কথা ছিল লিটন-মিরাজদের। সকাল ৯টার দিকে দেশে এসে পৌঁছানোর কথা ছিল তাঁদের। তবে ফ্লাইটে এক ঘণ্টা বিলম্ব হয়েছে বাংলাদেশ দলের, যার ফলে এক-দেড় ঘণ্টা পরেই দেশে এসে পৌঁছাল তাদের বিমানটি।
বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কদিন বিশ্রামে থাকবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এ মাসের শেষ দিকে প্রস্তুতি শুরু করবেন তাঁরা। তবে চণ্ডিকা হাথুরুসিংহে ছাড়া বাকি কোচিং স্টাফরা যাচ্ছেন কদিনের ছুটিতে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে ভারত থেকেই।
বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর নিউজিল্যান্ডের টেস্ট দল আসবে বাংলাদেশে। ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। মিরপুরে শেষ টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।
পুনেতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ দল। গত কয়েক ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় এবার একদমই ভালো কাটেনি তাদের। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা। বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল।
আজ ভোর ৬টায় বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে ভারতের পুনে থেকেই রওনা দেওয়ার কথা ছিল লিটন-মিরাজদের। সকাল ৯টার দিকে দেশে এসে পৌঁছানোর কথা ছিল তাঁদের। তবে ফ্লাইটে এক ঘণ্টা বিলম্ব হয়েছে বাংলাদেশ দলের, যার ফলে এক-দেড় ঘণ্টা পরেই দেশে এসে পৌঁছাল তাদের বিমানটি।
বিসিবি সূত্র জানিয়েছে, আপাতত দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কদিন বিশ্রামে থাকবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এ মাসের শেষ দিকে প্রস্তুতি শুরু করবেন তাঁরা। তবে চণ্ডিকা হাথুরুসিংহে ছাড়া বাকি কোচিং স্টাফরা যাচ্ছেন কদিনের ছুটিতে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হয়েছে ভারত থেকেই।
বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর নিউজিল্যান্ডের টেস্ট দল আসবে বাংলাদেশে। ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। মিরপুরে শেষ টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
১৬ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৪ ঘণ্টা আগে