ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের কোনো ব্যাটার এবার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি। সেরা তিন রান সংগ্রাহক– ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড।
সেরা রান সংগ্রাহক হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেটে লুঙ্গি এনগিদি ও মোস্তাফিজুর রহমানের চেয়ে পিছিয়ে আছেন কোহলি-সূর্যরা। রান কম কিংবা বেশি; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের ক্রিকেটারের জায়গায় এনগিদির নামই থাকছে।
দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১ বল মোকাবিলায় ৪ রান করেন লুঙ্গি। এতে তাঁর স্ট্রাইক রেট ৪০০, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। তাঁর পরেই আছেন মোস্তাফিজ। ২ ইনিংসে ৪ বল খেলে ৯ রান করেছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। তাঁর স্ট্রাইক রেট ২২৫। এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট মোস্তাফিজের।
মোস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। তাঁর পরেই আছেন আর্শদীপ সিং। বিশ্বকাপে এক ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১ বলে ২ রান করেছেন, এতে তাঁর স্ট্রাইক রেট ২০০।
সূর্যকুমার যাদব এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে ১৮৯.৮৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন ভারতীয় ব্যাটার। ৩ ইনিংসে ১২ বলে ২২ রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি পেসারের স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এবারের বিশ্বকাপে ৬ ইনিংসে ২৯৬ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৪০।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের কোনো ব্যাটার এবার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি। সেরা তিন রান সংগ্রাহক– ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড।
সেরা রান সংগ্রাহক হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্রাইক রেটে লুঙ্গি এনগিদি ও মোস্তাফিজুর রহমানের চেয়ে পিছিয়ে আছেন কোহলি-সূর্যরা। রান কম কিংবা বেশি; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের ক্রিকেটারের জায়গায় এনগিদির নামই থাকছে।
দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ম্যাচে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১ বল মোকাবিলায় ৪ রান করেন লুঙ্গি। এতে তাঁর স্ট্রাইক রেট ৪০০, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। তাঁর পরেই আছেন মোস্তাফিজ। ২ ইনিংসে ৪ বল খেলে ৯ রান করেছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। তাঁর স্ট্রাইক রেট ২২৫। এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট মোস্তাফিজের।
মোস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে কোনো রান না করেই অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। তাঁর পরেই আছেন আর্শদীপ সিং। বিশ্বকাপে এক ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ১ বলে ২ রান করেছেন, এতে তাঁর স্ট্রাইক রেট ২০০।
সূর্যকুমার যাদব এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে ১৮৯.৮৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন ভারতীয় ব্যাটার। ৩ ইনিংসে ১২ বলে ২২ রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি পেসারের স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এবারের বিশ্বকাপে ৬ ইনিংসে ২৯৬ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৪০।
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে