ক্রীড়া ডেস্ক
ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির চলতি মৌসুমে হচ্ছে দারুণ সব কীর্তি। কয়েক দিন আগেই গুজরাটের উর্বিল প্যাটেল করেছিলেন ২৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি। আজ দিল্লি ও মণিপুরের ম্যাচে বিরল ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম নজির—কোনো দলের একাদশে থাকা সব ক্রিকেটারই বোলিং করেছেন ম্যাচে।
‘সি’ গ্রুপের ম্যাচে মণিপুরের বিপক্ষে দিল্লির ১১ ক্রিকেটারই বোলিং করেছেন আজ। দিল্লিও জিতল ৪ উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির বোলিং বৈচিত্র্যে রীতিমতো খাবি খেয়েছেন মণিপুরের ব্যাটাররা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচজন দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
শেষ দিকে অধিনায়ক রেক্স রাজকুমারের ১৮ বলে ২৩, আহমেদ শাহর ৩০ বলে ৩২ ও কিশান সিংহের ১৪ রানের কল্যাণে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির হার্শ তেয়াগি ও দিগভেশ রাঠি দুটি করে উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ জন বোলারের বোলিং করার ঘটনাও আগে কখনো ছিল না। এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৯ বোলার, ৩২ বার দেখা গেছে। দিল্লির কোনো বোলারই চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। তিনজন বোলিং করেন তিন ওভার করে, দুই ওভার করে তিনজন। বাকি পাঁচজন করেন এক ওভার করে।
স্বীকৃত ক্রিকেটে ১২ তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন উইকেটরক্ষক আনুজ রাওয়াত। তার এক ওভার থেকে আসে ১৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বোলিং করেন ইয়াশ ডুল ও আইপিএলের নিলামে ঝড় তোলা প্রিয়ান্শ আরিয়া। একটি করে ওভার করেছেন অভিষিক্ত আয়ুশ সিং, আখিল চৌধুরী, দিগভেশ রাঠি ও আরিয়া রানা।
ইয়াশ ডুলের ফিফটিতে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে দিল্লি। ওপেনার ডুল ৫০ বলে করেছেন ৫৯ রান। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। মণিপুরের বিশ্বজিৎ কনথৌজাম নিয়েছেন দুই উইকেট।
‘সি’ গ্রুপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবগুলোয় জয় তুলে নিয়েছে দিল্লি। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। মণিপুরের অবস্থান ঠিক বিপরীত মেরুতে। ৪ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান গ্রুপে সবার নিচে।
ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির চলতি মৌসুমে হচ্ছে দারুণ সব কীর্তি। কয়েক দিন আগেই গুজরাটের উর্বিল প্যাটেল করেছিলেন ২৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি। আজ দিল্লি ও মণিপুরের ম্যাচে বিরল ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম নজির—কোনো দলের একাদশে থাকা সব ক্রিকেটারই বোলিং করেছেন ম্যাচে।
‘সি’ গ্রুপের ম্যাচে মণিপুরের বিপক্ষে দিল্লির ১১ ক্রিকেটারই বোলিং করেছেন আজ। দিল্লিও জিতল ৪ উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির বোলিং বৈচিত্র্যে রীতিমতো খাবি খেয়েছেন মণিপুরের ব্যাটাররা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচজন দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
শেষ দিকে অধিনায়ক রেক্স রাজকুমারের ১৮ বলে ২৩, আহমেদ শাহর ৩০ বলে ৩২ ও কিশান সিংহের ১৪ রানের কল্যাণে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির হার্শ তেয়াগি ও দিগভেশ রাঠি দুটি করে উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ জন বোলারের বোলিং করার ঘটনাও আগে কখনো ছিল না। এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৯ বোলার, ৩২ বার দেখা গেছে। দিল্লির কোনো বোলারই চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। তিনজন বোলিং করেন তিন ওভার করে, দুই ওভার করে তিনজন। বাকি পাঁচজন করেন এক ওভার করে।
স্বীকৃত ক্রিকেটে ১২ তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন উইকেটরক্ষক আনুজ রাওয়াত। তার এক ওভার থেকে আসে ১৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বোলিং করেন ইয়াশ ডুল ও আইপিএলের নিলামে ঝড় তোলা প্রিয়ান্শ আরিয়া। একটি করে ওভার করেছেন অভিষিক্ত আয়ুশ সিং, আখিল চৌধুরী, দিগভেশ রাঠি ও আরিয়া রানা।
ইয়াশ ডুলের ফিফটিতে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে দিল্লি। ওপেনার ডুল ৫০ বলে করেছেন ৫৯ রান। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। মণিপুরের বিশ্বজিৎ কনথৌজাম নিয়েছেন দুই উইকেট।
‘সি’ গ্রুপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবগুলোয় জয় তুলে নিয়েছে দিল্লি। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। মণিপুরের অবস্থান ঠিক বিপরীত মেরুতে। ৪ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান গ্রুপে সবার নিচে।
অ্যান্টিগা টেস্টে শেষে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, বাংলাদেশ হেরে গেছে ব্যাটিং ব্যর্থতার কারণে। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেননি ব্যাটাররা। সফরকারীদের সব উইকেট নিয়েছে তাদের পেস বোলাররা।
৩৪ মিনিট আগেগ্লেন ফিলিপসের ক্যাচটিই কি তবে ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ? এ নিয়ে তর্ক হবে। তবে সেরা কয়েকটি ক্যাচের তালিকা করলে নিঃসন্দেহে সংক্ষিপ্ত তালিকায় থাকবে এটিও। অবিশ্বাস্যভাবে বাতাসে ডানা মেলে দিয়ে বাজপাখির মতন ঝাঁপিয়ে ফিলিপস যেভাবে এক হাতে ওলি পোপের ক্যাচটি নিয়েছেন সেটি বারবার দেখার মতন।
৩ ঘণ্টা আগেঢাকাকে রিকশার শহর বলাটা মোটেও ভুল হবে না। ইউনেসকোর স্বীকৃতি পাওয়া এই বাহন ঢাকার অলিগলিতে যেমন প্রয়োজনীয়, তেমনি বিদেশিদের কাছে কৌতূহলের বিষয়। একই সঙ্গে রিকশায় চড়াটাও তাঁদের কাছে এক আনন্দময় অভিজ্ঞতা।
৩ ঘণ্টা আগেইনিংসের প্রথম ওভারে ব্যাটিংয়ে নেমেছেন আজিজুল হাকিম তামিম। আউট হয়েছেন ৪৭তম ওভারে। মাঝের এই সময়ে খেলেছেন ১০৩ রানের একটি ম্যারাথন ইনিংস। তবে শেষের ধসে বাংলাদেশ করতে পারল না ২৫০ রানও।
৩ ঘণ্টা আগে