ক্রীড়া ডেস্ক
একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাংলাদেশ বাঁহাতি পেসার এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। নিলামে দিল্লির হয়ে সুযোগ পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন মোস্তাফিজ।
নতুন দলের সঙ্গে নতুন অভিজ্ঞতা সঙ্গী করে যুক্ত হতে উন্মুখ হয়ে আছেন মোস্তাফিজ। নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাফল্যে রাঙাতে চান আইপিএলের আগামী মৌসুম। মোস্তাফিজকে বরণ করে নিতে তর সইছে না দিল্লিরও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, ‘দিল্লির প্রথম বাংলাদেশি ক্রিকেটার, নতুন উদ্যমে আসছে। তার জন্য তর সইছে না।’
তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়! এবারই প্রথম দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ। স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে তাঁর কোনো ছবি থাকার কথা নয়। মোস্তাফিজের আগের কোনো ছবিতে নিজেদের জার্সি বসিয়ে পোস্ট করেছে তারা। এ ঘটনা মনে করিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। গত নভেম্বরে পাকিস্তান সিরিজের সময় সাকিবের একটি ছবিতে তাঁর ‘মাথা কেটে’ পেসার শহীদুল ইসলামকে বসিয়ে সেটা পোস্ট করা হয় বিসিবির অফিশিয়াল পেজ থেকে।
যেটা নিয়ে তখন চরম সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বাংলাদেশ বাঁহাতি পেসার এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। নিলামে দিল্লির হয়ে সুযোগ পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন মোস্তাফিজ।
নতুন দলের সঙ্গে নতুন অভিজ্ঞতা সঙ্গী করে যুক্ত হতে উন্মুখ হয়ে আছেন মোস্তাফিজ। নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাফল্যে রাঙাতে চান আইপিএলের আগামী মৌসুম। মোস্তাফিজকে বরণ করে নিতে তর সইছে না দিল্লিরও। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, ‘দিল্লির প্রথম বাংলাদেশি ক্রিকেটার, নতুন উদ্যমে আসছে। তার জন্য তর সইছে না।’
তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়! এবারই প্রথম দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ। স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে তাঁর কোনো ছবি থাকার কথা নয়। মোস্তাফিজের আগের কোনো ছবিতে নিজেদের জার্সি বসিয়ে পোস্ট করেছে তারা। এ ঘটনা মনে করিয়ে দিয়েছে সাকিব আল হাসানকে। গত নভেম্বরে পাকিস্তান সিরিজের সময় সাকিবের একটি ছবিতে তাঁর ‘মাথা কেটে’ পেসার শহীদুল ইসলামকে বসিয়ে সেটা পোস্ট করা হয় বিসিবির অফিশিয়াল পেজ থেকে।
যেটা নিয়ে তখন চরম সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে