ক্রীড়া ডেস্ক
স্থগিতের পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের বাকি অংশ আয়োজনের সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সেই চেষ্টা এবার আলোর মুখ দেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। এই ২৭ দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩১টি ম্যাচ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ অক্টোবর হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
প্রথম কোয়ালিফায়ার ১০ অক্টোবর। এলিমিনেটর ১১ অক্টোবর। ১৩ অক্টোবর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর আগামী ১৫ অক্টোবর হবে ফাইনাল। ফাইনালের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। একই দিনে রাত ৮টায় শুরু হবে আরেক ম্যাচ।
দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে দুবাই। শারজায় হবে ১০টি এবং আবুধাবিতে হবে ৮টি ম্যাচ। এর আগে আইপিএলের প্রথম পর্বে ২৯টি ম্যাচ হয়েছিল। পরে আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে করোনা হানা দিলে বাধ্য হয়ে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
স্থগিতের পর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের বাকি অংশ আয়োজনের সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সেই চেষ্টা এবার আলোর মুখ দেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোববার এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর। এই ২৭ দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩১টি ম্যাচ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮ অক্টোবর হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
প্রথম কোয়ালিফায়ার ১০ অক্টোবর। এলিমিনেটর ১১ অক্টোবর। ১৩ অক্টোবর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর আগামী ১৫ অক্টোবর হবে ফাইনাল। ফাইনালের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। একই দিনে রাত ৮টায় শুরু হবে আরেক ম্যাচ।
দ্বিতীয় পর্বে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে দুবাই। শারজায় হবে ১০টি এবং আবুধাবিতে হবে ৮টি ম্যাচ। এর আগে আইপিএলের প্রথম পর্বে ২৯টি ম্যাচ হয়েছিল। পরে আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে করোনা হানা দিলে বাধ্য হয়ে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
১৮ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৪ ঘণ্টা আগে