ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে দুমড়ে মুচড়ে গেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই প্রোটিয়াদের সঙ্গে অস্ট্রেলিয়ার ছিল আকাশ-পাতাল পার্থক্য। ১৩৪ রানে হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে নেমে গেছে তারা।
অস্ট্রেলিয়ার বিশাল পরাজয় ছাপিয়েও দুটি ‘বিতর্কিত’ উইকেট নিয়ে চলছে আলাপ আলোচনা। স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস-অস্ট্রেলিয়ার এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট দক্ষিণ আফ্রিকা নিয়েছে রিভিউর সাহায্যে। দশম ওভারের পঞ্চম বলে স্মিথের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন কাগিসো রাবাদা। অনফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। মনে হচ্ছিল যে বল লেগ সাইডের বাইরে দিয়ে চলে যাবে। বড়জোর আম্পায়ার্স কল হতে পারে। তাতে তো স্মিথ বেঁচে যাবেন। কিন্তু ডিআরএস প্রযুক্তিতে দেখা যায়, স্টাম্পে বল আঘাত করেছে ও তিনটা লাল দাগ ছিল রিভিউতে। তাতে আউট হয়ে যান স্মিথ। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পুরো হতভম্ব হয়ে যান।
স্মিথের পর স্টয়নিসের উইকেটও নিয়েছেন রাবাদা। ১৮ তম ওভারের দ্বিতীয় বলে স্টয়নিসের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল হয়েছিল। যেখানে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে বল ধরেছেন কুইন্টন ডি কক। অনফিল্ড আম্পায়ার প্রথমে সাড়া দেননি। রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার আল্ট্রা এজ স্পাইক দেখে আউট দিয়েছেন। স্পাইক থাকলেও দেখা গেছে, বল লেগেছে ব্যাটের হাতলে। স্টয়নিসও আম্পায়ারের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন। তবে তাতে কোনো লাভ হয়নি। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রযুক্তির সঙ্গে পেরে ওঠা কঠিন। বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করার সম্ভাবনা ছিল। কিন্তু প্রযুক্তিতে দেখা গেছে, বল স্টাম্পে লেগেছে। স্মিথ-স্টয়নিস থাকলে সুযোগ থাকত। তারা দুজনই দারুণ খেলোয়াড়। সুযোগ পেলে তারা ম্যাচটা আরও কাছে নিয়ে যেতে পারত। এমন মুহূর্তে আম্পায়ারের সিদ্ধান্ত আপনার মেনে নিতে হবে। আমি নিশ্চিত আইসিসির থেকে কোনো ব্যাখ্যা পাব।’
মারনাস লাবুশেন বলেন, ‘আমরা এর স্পষ্ট ব্যাখ্যা চাইব কারণ এটা বিশ্বকাপ। কী হচ্ছিল, আম্পায়াররা তা বুঝতে পারছিলেন না। কারণ আম্পায়ার শুধু স্পাইকটা চেক করে দেখেছে। তারা জুম করে দেখেনি। এটা দেখে বোঝা যাচ্ছিল যে দুই গ্লাভস আর হ্যান্ডেলের মাঝে অনেক ব্যবধান। তৃতীয় আম্পায়ারের রুমে গিয়ে যখন দেখলাম তখন ব্যাপারটা আরও পরিষ্কারও হলো। যে কথাবার্তা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ব্যাটের হাতলে লেগেছে বল।’
দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে দুমড়ে মুচড়ে গেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই প্রোটিয়াদের সঙ্গে অস্ট্রেলিয়ার ছিল আকাশ-পাতাল পার্থক্য। ১৩৪ রানে হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে নেমে গেছে তারা।
অস্ট্রেলিয়ার বিশাল পরাজয় ছাপিয়েও দুটি ‘বিতর্কিত’ উইকেট নিয়ে চলছে আলাপ আলোচনা। স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস-অস্ট্রেলিয়ার এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট দক্ষিণ আফ্রিকা নিয়েছে রিভিউর সাহায্যে। দশম ওভারের পঞ্চম বলে স্মিথের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন কাগিসো রাবাদা। অনফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। মনে হচ্ছিল যে বল লেগ সাইডের বাইরে দিয়ে চলে যাবে। বড়জোর আম্পায়ার্স কল হতে পারে। তাতে তো স্মিথ বেঁচে যাবেন। কিন্তু ডিআরএস প্রযুক্তিতে দেখা যায়, স্টাম্পে বল আঘাত করেছে ও তিনটা লাল দাগ ছিল রিভিউতে। তাতে আউট হয়ে যান স্মিথ। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পুরো হতভম্ব হয়ে যান।
স্মিথের পর স্টয়নিসের উইকেটও নিয়েছেন রাবাদা। ১৮ তম ওভারের দ্বিতীয় বলে স্টয়নিসের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল হয়েছিল। যেখানে বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে বল ধরেছেন কুইন্টন ডি কক। অনফিল্ড আম্পায়ার প্রথমে সাড়া দেননি। রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার আল্ট্রা এজ স্পাইক দেখে আউট দিয়েছেন। স্পাইক থাকলেও দেখা গেছে, বল লেগেছে ব্যাটের হাতলে। স্টয়নিসও আম্পায়ারের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন। তবে তাতে কোনো লাভ হয়নি। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রযুক্তির সঙ্গে পেরে ওঠা কঠিন। বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করার সম্ভাবনা ছিল। কিন্তু প্রযুক্তিতে দেখা গেছে, বল স্টাম্পে লেগেছে। স্মিথ-স্টয়নিস থাকলে সুযোগ থাকত। তারা দুজনই দারুণ খেলোয়াড়। সুযোগ পেলে তারা ম্যাচটা আরও কাছে নিয়ে যেতে পারত। এমন মুহূর্তে আম্পায়ারের সিদ্ধান্ত আপনার মেনে নিতে হবে। আমি নিশ্চিত আইসিসির থেকে কোনো ব্যাখ্যা পাব।’
মারনাস লাবুশেন বলেন, ‘আমরা এর স্পষ্ট ব্যাখ্যা চাইব কারণ এটা বিশ্বকাপ। কী হচ্ছিল, আম্পায়াররা তা বুঝতে পারছিলেন না। কারণ আম্পায়ার শুধু স্পাইকটা চেক করে দেখেছে। তারা জুম করে দেখেনি। এটা দেখে বোঝা যাচ্ছিল যে দুই গ্লাভস আর হ্যান্ডেলের মাঝে অনেক ব্যবধান। তৃতীয় আম্পায়ারের রুমে গিয়ে যখন দেখলাম তখন ব্যাপারটা আরও পরিষ্কারও হলো। যে কথাবার্তা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ব্যাটের হাতলে লেগেছে বল।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩৫ মিনিট আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ ঘণ্টা আগে