ক্রীড়া ডেস্ক
দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় ম্যাচ দিয়ে শুরু হয়েছে মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অধ্যায়। প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেও দলকে জেতাতে পারেননি তিনি। নতুন ঠিকানায় বাঁহাতি পেসার প্রথম জয় পেয়েছেন গত রোববার রাতে। কলকাতা নাইট রাইডার্সকে ৪৪ রানে হারায় মোস্তাফিজের দিল্লি। টুর্নামেন্টের এই মৌসুমে এটা দিল্লির দ্বিতীয় জয়।
দলের জয়ে কিছুটা হলেও অবদান আছে মোস্তাফিজের। দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনি। চার ওভারে রান দিয়েছেন ২১। আক্ষেপ বলতে কোনো উইকেট পাননি বাংলাদেশি পেসার। আগের ম্যাচেও ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। তিন ম্যাচের মধ্যে প্রথমটিতেই মোস্তাফিজ সেরা। দিন দশেক আগে দিল্লির জার্সিতে অভিষেক ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি।
কিন্তু বিফলে গেছে তাঁর দারুণ বোলিং। ওই ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ১৪ রানে হেরে যায় দিল্লি। তবে দল হারলেও প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে বিশেষ পুরস্কার বাবদ দিল্লির লোগো সংবলিত কোট পিন পেয়েছেন মোস্তাফিজ। তাতে অনেকটাই উজ্জীবিত তিনি। অস্ট্রেলিয়ান কোচের চালু করা এই প্রথায় বেশ খুশি বাংলাদেশি পেসার।
আজ সকালে দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজে ‘কাটার মাস্টার’ বলেছেন, ‘এটা শুধু আমার জন্য নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি বা জিতি; আপনি যদি ভালো পারফর্ম করেন...। ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বলা কিংবা যে যেদিন ভালো করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, আমার মনে হয় এটা খুবই ভালো (উদ্যোগ)।’
আইপিএলে দিল্লি মোস্তাফিজের চতুর্থ দল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি খেলেছেন সানরাইজের হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ানসে। এবার নতুন পরিবেশে সহজেই মানিয়ে নিয়েছেন তিনি। দিল্লিতে তিনি পেয়েছেন পুরোনো দুই বন্ধু ডেভিড ওয়ার্নার ও চেতন সাকারিয়াকে। দুজনের সঙ্গে ভিন্ন দুটি দলের হয়ে ড্রেসিংরুম ভাগাভাগি অভিজ্ঞতা করার অভিজ্ঞতা আছে ফিজের।
ভক্তদের সামনে নতুন দলের প্রাথমিক অভিজ্ঞতাই তুলে ধরলেন মোস্তাফিজ। বলেছেন, ‘এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। একসঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল। আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া (সতীর্থ) ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা (হচ্ছে)। এর আগে তিনটি দলে খেলেছি। এবার নতুন আরেকটি দলে ভালো লাগছে।’
টুর্নামেন্টে চার ম্যাচের দুই জয়ের পাশাপাশি দুটিতে হেরেছে মোস্তাফিজের দিল্লি। এই দল নিয়ে আশাবাদী তিনি। ভক্তদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাঁহাতি পেসার, ‘আমরা দুটি জিতেছি এবং দুটি হেরেছি। ব্যাটিং কিংবা বোলিং, আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছেন। আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আরও ভালো খেলা উপহার দিতে পারি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন।’
মোস্তাফিজ সম্পর্কিত পড়ুন:
দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় ম্যাচ দিয়ে শুরু হয়েছে মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল অধ্যায়। প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেও দলকে জেতাতে পারেননি তিনি। নতুন ঠিকানায় বাঁহাতি পেসার প্রথম জয় পেয়েছেন গত রোববার রাতে। কলকাতা নাইট রাইডার্সকে ৪৪ রানে হারায় মোস্তাফিজের দিল্লি। টুর্নামেন্টের এই মৌসুমে এটা দিল্লির দ্বিতীয় জয়।
দলের জয়ে কিছুটা হলেও অবদান আছে মোস্তাফিজের। দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনি। চার ওভারে রান দিয়েছেন ২১। আক্ষেপ বলতে কোনো উইকেট পাননি বাংলাদেশি পেসার। আগের ম্যাচেও ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। তিন ম্যাচের মধ্যে প্রথমটিতেই মোস্তাফিজ সেরা। দিন দশেক আগে দিল্লির জার্সিতে অভিষেক ম্যাচে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি।
কিন্তু বিফলে গেছে তাঁর দারুণ বোলিং। ওই ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ১৪ রানে হেরে যায় দিল্লি। তবে দল হারলেও প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে বিশেষ পুরস্কার বাবদ দিল্লির লোগো সংবলিত কোট পিন পেয়েছেন মোস্তাফিজ। তাতে অনেকটাই উজ্জীবিত তিনি। অস্ট্রেলিয়ান কোচের চালু করা এই প্রথায় বেশ খুশি বাংলাদেশি পেসার।
আজ সকালে দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজে ‘কাটার মাস্টার’ বলেছেন, ‘এটা শুধু আমার জন্য নয়, প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি বা জিতি; আপনি যদি ভালো পারফর্ম করেন...। ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বলা কিংবা যে যেদিন ভালো করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, আমার মনে হয় এটা খুবই ভালো (উদ্যোগ)।’
আইপিএলে দিল্লি মোস্তাফিজের চতুর্থ দল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি খেলেছেন সানরাইজের হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ানসে। এবার নতুন পরিবেশে সহজেই মানিয়ে নিয়েছেন তিনি। দিল্লিতে তিনি পেয়েছেন পুরোনো দুই বন্ধু ডেভিড ওয়ার্নার ও চেতন সাকারিয়াকে। দুজনের সঙ্গে ভিন্ন দুটি দলের হয়ে ড্রেসিংরুম ভাগাভাগি অভিজ্ঞতা করার অভিজ্ঞতা আছে ফিজের।
ভক্তদের সামনে নতুন দলের প্রাথমিক অভিজ্ঞতাই তুলে ধরলেন মোস্তাফিজ। বলেছেন, ‘এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। একসঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল। আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া (সতীর্থ) ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা (হচ্ছে)। এর আগে তিনটি দলে খেলেছি। এবার নতুন আরেকটি দলে ভালো লাগছে।’
টুর্নামেন্টে চার ম্যাচের দুই জয়ের পাশাপাশি দুটিতে হেরেছে মোস্তাফিজের দিল্লি। এই দল নিয়ে আশাবাদী তিনি। ভক্তদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাঁহাতি পেসার, ‘আমরা দুটি জিতেছি এবং দুটি হেরেছি। ব্যাটিং কিংবা বোলিং, আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছেন। আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আরও ভালো খেলা উপহার দিতে পারি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন।’
মোস্তাফিজ সম্পর্কিত পড়ুন:
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে