ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের থাকা না থাকা নিয়ে অনেক কথাই হচ্ছিল। যদিও না থাকার কথাই বেশি শোনা গেছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই দলে রাখা হয়নি মুশফিককে। নান্নু জানিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ আর বিশ্বকাপ মিলিয়ে টানা খেলার মধ্যে ছিলেন মুশফিক। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে ছিলেন এই ব্যাটার। ধারণা করা হচ্ছিল, পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নেবেন মুশফিক। তবে মুশফিক নিজে বিশ্রাম চাননি বলে জানিয়েছেন নান্নু। বিসিবির এই প্রধান নির্বাচক বলেছেন, ‘এ ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে, সামনের চারটি টেস্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। একই কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব-তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা আছে! সবদিক চিন্তা করে তাই মুশফিককে টেস্টের জন্য সতেজ রাখতে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বাংলাদেশের। আজ প্রধান নির্বাচক নান্নু মুশফিকের বিশ্রাম প্রসঙ্গে বলতে গিয়ে আরও বললেন, ‘পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। পরপরই নিউজিল্যান্ডের সিরিজ। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তামিমের মতো সিনিয়র ক্রিকেটারের একটা চোট আছে। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’
পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের থাকা না থাকা নিয়ে অনেক কথাই হচ্ছিল। যদিও না থাকার কথাই বেশি শোনা গেছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেই দলে রাখা হয়নি মুশফিককে। নান্নু জানিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ আর বিশ্বকাপ মিলিয়ে টানা খেলার মধ্যে ছিলেন মুশফিক। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে ছিলেন এই ব্যাটার। ধারণা করা হচ্ছিল, পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নেবেন মুশফিক। তবে মুশফিক নিজে বিশ্রাম চাননি বলে জানিয়েছেন নান্নু। বিসিবির এই প্রধান নির্বাচক বলেছেন, ‘এ ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে, সামনের চারটি টেস্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। একই কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সেখানে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব-তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা আছে! সবদিক চিন্তা করে তাই মুশফিককে টেস্টের জন্য সতেজ রাখতে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বাংলাদেশের। আজ প্রধান নির্বাচক নান্নু মুশফিকের বিশ্রাম প্রসঙ্গে বলতে গিয়ে আরও বললেন, ‘পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। পরপরই নিউজিল্যান্ডের সিরিজ। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তামিমের মতো সিনিয়র ক্রিকেটারের একটা চোট আছে। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৬ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৭ ঘণ্টা আগে