নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর একটিঅ পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
অনুষ্ঠানের উপস্থাপক যখন মঞ্চে উপস্থিতি যখন এনসিএল টি-টোয়েন্টির অন্যতম পৃষ্ঠপোষক প্রসাধন সামগ্রী রিমার্ক হারল্যানের শুভেচ্ছাদূত সিয়ামের কাছে জানতে চাইলেন, তিনি বাংলাদেশ দলে খেলতে চান কি না? সিয়াম বল ঠেলে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কোর্টে, ‘এটা আপনার কল স্যার।’
জবাবে ফারুক আনলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বর্তমান বিসিবি সভাপতি বললেন, ‘আমার আগে প্রেসিডেন্ট (পাপন) থাকলে অবশ্যই তোমাকে ডাকত! দল নির্বাচনে তাঁর অবদান থাকত। দল নির্বাচনে আমার কোনো অবদান নেই। আমি জোর করতে পারি না তোমাকে দল নিতে।’ ফারুকের কথায় সিয়ামের রসাত্মক উত্তর, ‘আপনাকে অনুরোধ করব আমাকে নিতে জোর করতে। আমি আপনার বড় আবিষ্কার হব!’
আট দলের অংশ গ্রহণে এনসিএল টি-টোয়েন্টিতে প্রতিটি ক্রিকেটার তাঁর নিজস্ব বিভাগের হয়ে খেলবেন। লিগের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, ওয়ালটন এবং রিমার্কে হারলান। অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি লিগ দেশি ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ। আশা করি, ক্রিকেটাররা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করবে, যা দেশের ক্রিকেটের অগ্রগতিতে সহায়ক হবে।’
২০২৫ এনসিএল টি-টোয়েন্টির লিগ পর্ব অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে। খেলা শুরু হবে আগামী ১১ ডিসেম্বর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্লে-অফ এবং ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এনসিএল টি-টোয়েন্টির সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
রাজধানীর একটিঅ পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
অনুষ্ঠানের উপস্থাপক যখন মঞ্চে উপস্থিতি যখন এনসিএল টি-টোয়েন্টির অন্যতম পৃষ্ঠপোষক প্রসাধন সামগ্রী রিমার্ক হারল্যানের শুভেচ্ছাদূত সিয়ামের কাছে জানতে চাইলেন, তিনি বাংলাদেশ দলে খেলতে চান কি না? সিয়াম বল ঠেলে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কোর্টে, ‘এটা আপনার কল স্যার।’
জবাবে ফারুক আনলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বর্তমান বিসিবি সভাপতি বললেন, ‘আমার আগে প্রেসিডেন্ট (পাপন) থাকলে অবশ্যই তোমাকে ডাকত! দল নির্বাচনে তাঁর অবদান থাকত। দল নির্বাচনে আমার কোনো অবদান নেই। আমি জোর করতে পারি না তোমাকে দল নিতে।’ ফারুকের কথায় সিয়ামের রসাত্মক উত্তর, ‘আপনাকে অনুরোধ করব আমাকে নিতে জোর করতে। আমি আপনার বড় আবিষ্কার হব!’
আট দলের অংশ গ্রহণে এনসিএল টি-টোয়েন্টিতে প্রতিটি ক্রিকেটার তাঁর নিজস্ব বিভাগের হয়ে খেলবেন। লিগের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, ওয়ালটন এবং রিমার্কে হারলান। অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি লিগ দেশি ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ। আশা করি, ক্রিকেটাররা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সেরাটা উপস্থাপন করবে, যা দেশের ক্রিকেটের অগ্রগতিতে সহায়ক হবে।’
২০২৫ এনসিএল টি-টোয়েন্টির লিগ পর্ব অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে। খেলা শুরু হবে আগামী ১১ ডিসেম্বর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্লে-অফ এবং ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এনসিএল টি-টোয়েন্টির সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
২৫ মিনিট আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩৯ মিনিট আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে