দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ মে ২০২২, ১৯: ৪৭
আপডেট : ২৪ মে ২০২২, ২০: ২০

সাকিব আল হাসানের বলে কুশল মেন্ডিস এলবিডব্লিউ হতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল বাংলাদেশ। উইকেটের জন্য সব রকম চেষ্টাই করে যাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু সাফল্য বলতে, ওশাদা ফান্দোর্দোর উইকেটটা। ৪৯ বলে কুশলের ১১ রানের সংগ্রামী ইনিংসটার সমাপ্তি তাই স্বস্তির বাতাস বইয়ে দিয়ে গেল বাংলাদেশ দলে। প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২২২ রানে।

৭০ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাটিংয়ে নামবেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাঁর সঙ্গী নাইটওয়াচম্যান কাসুন রাজিথা ১১ বল খেলে এখনো রান করতে পারেননি। দুই বাঁহাতি স্পিনার সাকিব আর তাইজুল ইসলামের সঙ্গে একজন অফ স্পিনারের অভাববোধ করেছেন মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে ছিটকে পড়া নাঈম হাসানের বদলী মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উপস্থিতির ছাপ রাখতে পারেননি। ২ ওভার বোলিং করে ১৪ রান দিয়েছেন মোসাদ্দেক।

এর আগে মধ্যাহ্নভোজের বিরতির পর আর ৪ রান যোগ করে বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সে সেশনের বাকি অংশে ৮৩ রান করে দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আর ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচ আউট থেকে বেঁচে যান এ ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।

এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে 'আম্পায়ার্স কলে' বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওসাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত