উইজডেনের একাদশে ৩ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৩
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৪

আইসিসি র‍্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। সেই একাদশে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। 

বাংলাদেশ থেকে উইজডেন ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া এই একাদশে আছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (উইকেটরক্ষকসহ), দুই অলরাউন্ডার ও চার বোলার। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার আছেন দুজন। তবে জায়গা পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার। 

উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা পাকিস্তানের ফখর জামান ও তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মাকে। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নামবেন ওয়ানডাউনে। তার পরের নামটি সহজেই অনুমেয়—ভারতীয় অধিনায়ক ও র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বিরাট কোহলি। 

ব্যাটিং অর্ডারে এরপরই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন দীর্ঘ সময় ধরে। 

উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন একাদশে। 

ফাস্ট বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন ভারতের জাসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। পেস বিভাগে তাঁদের সঙ্গী ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। আর একমাত্র ডানহাতি স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। 

উইজডেন ইন্ডিয়ার ওয়ানডে একাদশ:

ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত